সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে রং মিলান্তি কালো পোশাক। রাতের মুম্বইয়ে বিলাসবহুল রেস্তরাঁয় বলিউড অভিনেত্রী ভূমি পেড়নেকরের সঙ্গে আড্ডায় মশগুল শিবসেনা নেতা আদিত্য ঠাকরে। চব্বিশ সালে নায়িকার সঙ্গে নাম জড়িয়েছিল এক ব্যবসায়ীর! কিন্তু রাজনৈতিক ময়দানের ব্যক্তিত্বদের সঙ্গেও যে বলিউড অভিনেত্রীর ওঠাবসা রয়েছে, তেমন দৃশ্য এর আগে পাপারাজ্জি ক্যামেরাবন্দি হয়নি। তবে এবার 'বিরল' ফ্রেম লেন্সবন্দি হতেই বলিপাড়ায় প্রেমের গুঞ্জন।
কানাঘুষো, আদিত্য ঠাকরের সঙ্গে নাকি ভূমি পেড়নেকরের সম্পর্কের সমীকরণ বদলেছে! কেমন? সম্প্রতি মুম্বইয়ের জনপ্রিয় রেস্তরাঁ 'লা লোকা মারিয়া' থেকে ভূমি-আদিত্যকে একসঙ্গে খোশমেজাজে বেরতে দেখা যায়। ছবিশিকারিদের দেখেই যদিও খানিক তটস্থ হয়ে পড়েন তাঁরা, তবে পাপারাজ্জিদের 'পাখির চোখ'কে ফাঁকি দেওয়া কি অতই সহজ? অতঃপর ভূমি-আদিত্যর নৈশ আড্ডার ছবি-ভিডিও ভাইরাল হতেই প্রেমের গুঞ্জন ছড়াল দাবানল গতিতে।
বলিউড তারকাদের একাংশের সঙ্গে যে উদ্ধবপুত্রের দারুণ বন্ধুত্ব, সেকথা কারও অজানা নয়! তবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাঁকে ঘিরে নানা নেতিবাচক গুঞ্জন ছড়ানোয় সিনেদুনিয়ার থেকে দূরত্ব বজায় রেখেছিলেন শিবসেনা নেতা। এবার ভূমি পেড়নেকরের সঙ্গে নৈশভোজে গিয়ে ফের টিনসেল টাউনের চর্চায় আদিত্য ঠাকরে।
প্রসঙ্গত, 'দম লাগা কে হাইশা', 'টয়লেট: এক প্রেম কথা', 'পতি পত্নী অর ওহ'-সহ একাধিক বলিউড সিনেমায় প্রশংসিত হয়েছে ভূমির অভিনয়। শেষবার নেটফ্লিক্সের 'দ্য রয়্যালস'-এ দেখা গিয়েছিল অভিনেত্রীকে। অন্যদিকে ঠাকরে পরিবারের উত্তরসূরি আদিত্য। সুদর্শন শিবসেনা নেতার অনুরাগীর সংখ্যাও নেহাত মন্দ নয়! এহেন প্রেমের জল্পনায় নেটবাসিন্দাদের কৌতূহল, পরিণীতি চোপড়া এবং স্বরা ভাস্করের পর কি তাহলে এবার ভূমি পেড়নেকর রাজনীতিকের সঙ্গে সম্পর্কে জড়ালেন?
