সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'মিটর্...পি সি মিটর্!' হ্যাঁ, বড়দিনের ছুটিতে আবারও 'ফেলুদার গোয়েন্দাগিরি।' এবার ‘ভূস্বর্গ ভয়ঙ্কর।’ তাতে কী? 'ফেলুদা' টোটার ‘মগজাস্ত্র’র জোর আরও মারাত্মক। সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে হইচই প্ল্যাটফর্মে ফিরছে বাঙালির প্রিয় গোয়েন্দা। তাও আবার বড়দিনের ছুটিতে। শনিবার প্রকাশ্যে এল ট্রেলার।
ছোটবেলা থেকেই সত্যজিৎ রায়ের ফেলুদার ভক্ত সৃজিত মুখোপাধ্যায়। ২০২০ সালে প্রথম ‘ফেলুদা ফেরত’ তৈরি করেন তিনি। দর্শকদের প্রশংসা পায় ‘ছিন্নমস্তার অভিশাপ’। ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে মতানৈক্যের কারণে মুক্তি পায়নি ‘যত কাণ্ড কাঠমাণ্ডু’তে। তার পর হইচই ওয়েব প্ল্যাটফর্মের সঙ্গে হাত মিলিয়ে সৃজিত আনেন ‘ফেলুদার গোয়েন্দাগিরি’। প্রথম গল্প ছিল ‘দার্জিলিং জমজমাট।’ এবার ভূস্বর্গে রহস্যের হাতছানি।
সত্যজিৎ রায়ের লেখা ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’-এর অবলম্বনেই নতুন সিরিজ তৈরি করছেন সৃজিত মুখোপাধ্যায়। গত বছরই প্রকাশ্যে আসে সিরিজের ফার্স্টলুক। তুষারশুভ্র পাহাড়ের চূড়া, ডাল লেকে ভাসমান শিকারা আর তার সামনে দাঁড়িয়ে ফেলুদা, তোপসে ও জটায়ু, এমন দৃশ্যই দেখা গিয়েছিল প্রথম পোস্টারে। এবারে ট্রেলারের পালা।
ট্রেলারেই হিট 'ফেলুদা'। সেই সঙ্গে বাড়তি পাওনা কাশ্মীরের অপরূপ প্রকৃতি। জটায়ু ও ফেলুদার কথা মিলিয়ে 'হাইলি ম্যাগনিফিসেন্ট'। জটায়ুর ভূমিকায় আবারও নজর কাড়লেন অনির্বাণ চক্রবর্তী। তাঁর পাশেই তোপসে অর্থাৎ কল্পন মিত্র। এছাড়াও হইচই স্পেশাল ওয়েব সিরিজে রয়েছেন রজতাভ দত্ত, ঋদ্ধি সেন, শাওন চক্রবর্তী, দেবেশ চট্টোপাধ্যায়, অনিরূদ্ধ গুপ্ত। আগামী ২০ ডিসেম্বর থেকে ওয়েব প্ল্যাটফর্মে দেখা যাবে ‘ভূস্বর্গ ভয়ঙ্কর।’