shono
Advertisement
Rowdy Rathore 2

'রাউডি রাঠোর'-এর সিক্যুয়েল থেকে বাদ অক্ষয়! প্রধান চরিত্রে দেখা যাবে কাকে?

২০১২ সালে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার অভিনীত ছবি 'রাউডি রাঠোর'।
Published By: Arani BhattacharyaPosted: 11:19 AM Nov 09, 2025Updated: 02:07 PM Nov 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১২ সালে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার অভিনীত ছবি 'রাউডি রাঠোর'। পুলিশ অফিসারের চরিত্রে এই ছবির আইকনিক সংলাপ 'ডোন্ট অ্যাংরি মি' আজও সবার কাছে জনপ্রিয়। ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যাচ্ছে যে, এবার নাকি সেই ছবিরই সিক্যুয়েল আসতে চলেছে। আর সেই ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছে সঞ্জয় লীলা বনশালির প্রযোজনা সংস্থা। যদিও এই নিয়ে কেউই সেভাবে মুখ খোলেনি। তবে ইন্ডাস্ট্রিতে এই ছবির সিক্যুয়েল তৈরির গুঞ্জন জোরাল হচ্ছে। যদিও এই মুহূর্তে বনশালি ব্যস্ত তাঁর নতুন ছবি 'লাভ অ্যান্ড ওয়ার' নিয়ে।

Advertisement

শোনা যাচ্ছে, সঞ্জয় লীলা বনশালি ও শাবিনা খান নাকি বিগত তিন বছর ধরে এই ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। শুধু তাই নয়, এই সিক্যুয়েলটি পরিচালনা করবেন তামিল পরিচালক পিএস মিথ্রান। সব ঠিক থাকলে নাকি ২০২৬ সালের গোড়ার দিকেই শুরু হবে এই ছবির শুটিং। তবে প্রথম ছবির মতো অক্ষয় নয় বরং তার বদলে নতুন মুখের কথা ভাবছে ছবির টিম সিক্যুয়েলের জন্য। যদিও এই নিয়ে কিছু চূড়ান্ত হয়নি বলেই জানা যাচ্ছে সূত্র মারফত। যদিও প্রথমে এই ছবির মুখ্যচরিত্রে সিদ্ধার্থ মালহোত্রার কথা ভাবা হলেও তিনি নাকি এই ছবিতে অভিনয় করছেন না বলেই জানা যাচ্ছে।

২০০৬ সালে এসএস রাজামৌলির তামিল ছবি 'বিক্রমারকুডু' ছবির রিমেক ছিল ২০১২ সালে র এই ছবি 'রাউডি রাঠোর'। এএসপি বিক্রম রাঠোর চরিত্রে দেখা গিয়েছিল অক্ষয় কুমারকে ও তাঁর বিপরীতে এই ছবিতে দেখা গিয়েছিল সোনাক্ষী সিনহাকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যাচ্ছে যে, এবার নাকি সেই ছবিরই সিক্যুয়েল আসতে চলেছে।
  • আর সেই ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছে সঞ্জয় লীলা বনশালির প্রযোজনা সংস্থা। যদিও এই নিয়ে কেউই সেভাবে মুখ খোলেনি।
  • তবে ইন্ডাস্ট্রিতে এই ছবির সিক্যুয়েল তৈরির গুঞ্জন জোরাল হচ্ছে।
Advertisement