shono
Advertisement
Bollywood News:

প্রেম-রহস্যে ভরা রাজের প্রথম হিন্দি সিরিজ 'জিদ্দি ইশক'-এর ট্রেলার, 'পরিণীতা'র সঙ্গে কতটা মিল?

শুক্রবার প্রকাশ্যে এসেছে সিরিজের ট্রেলার।
Published By: Arani BhattacharyaPosted: 08:58 PM Nov 07, 2025Updated: 08:58 PM Nov 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় বছর পাঁচ আগে 'মেহুল' আর 'বাবাই দা' চরিত্রে পর্দায় ঝড় তুলেছিলেন ঋত্বিক চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রাজ চক্রবর্তীর পরিচালনায় সেই 'পরিণীতা' ছবির কথা আজও সকলের মনের মণিকোঠায় গেঁথে রয়েছে। এবার বহু অপেক্ষার পর সেই ছবিরই হিন্দি রিমেক আসছে। পরিচালনায় রাজ চক্রবর্তীই। বলে রাখা ভালো রাজের পরিচালনায় এটিই প্রথম হিন্দি সিরিজ, নাম 'জিদ্দি ইশক'। শুক্রবার প্রকাশ্যে এসেছে সিরিজের ট্রেলার।

Advertisement

সিরিজের ট্রেলার প্রকাশ্যে আসতেই তা নিয়ে একটা ধারণা করেছেন দর্শক। ট্রেলারের শুরুতে 'মেহুল' ও 'বাবাই দা'র সেই ভালোবাসা, রসায়ন, আবির খেলার মতো নানা চেনা দৃশ্য দেখা গেলেও এই সিরিজের ক্লাইম্যাক্স যে বেশ অন্যরকম তা কিছুটা বোঝা যাচ্ছে। শুধু তাই নয়, সিরিজে অদিতি পোহানকারের চরিত্রের নাম 'মেহুল' থাকলেও বদলেছে পরম্ব্রতর চরিত্রের নাম। 'বাবাই দা'র বদলে তা হয়েছে এই সিরিজে 'শেখর দা'। প্রথমের দিকে 'পরণীতা'র সঙ্গে মিল খুঁজে পেলেও এই সিরিজে হঠাৎই দেখা যায় দার্জিলিংয়ের প্রেক্ষাপট। সেখানেই লুকিয়ে রয়েছে আসল রহস্য।

 

রাজের এই সিরিজে রিয়েছে একাধিক বাঙালি অভিনেতা-অভিনেত্রী। পরমব্রত চট্টোপাধ্যায় ছাড়াও এই সিরিজে দেখা যাচ্ছে লাবণী সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, বিবৃতি চট্টোপাধ্যায়, বরখা বিস্ত সেনগুপ্ত, রিয়া সেন প্রমুখ। অদিতির বন্ধুর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ও সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার প্রীতি সরকার। আগামী ২১ নভেম্বর জিয়ো হটস্টারের পর্দায় দেখা যাবে রাজের এই হিন্দি সিরিজ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজের পরিচালনায় এটিই প্রথম হিন্দি সিরিজ, নাম 'জিদ্দি ইশক'।
  • সিরিজের ট্রেলার প্রকাশ্যে আসতেই তা নিয়ে একটা ধারণা করেছেন দর্শক।
  • আগামী ২১ নভেম্বর জিয়ো হটস্টারের পর্দায় দেখা যাবে রাজের এই হিন্দি সিরিজ।
Advertisement