সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় মহিলা ক্রিকেট বাহিনীর বিশ্বজয়ের পর থেকেই নেটভুবনে ট্রেন্ডিং 'চাকদহ এক্সপ্রেস'। বড়পর্দায় ঝুলন গোস্বামীর সংগ্রাম আখ্যান দেখার আবদার উঠেছে সর্বস্তরে। এরপরই নাকি 'টনক নড়েছে' প্রযোজনা সংস্থার। বলিউড মাধ্যম সূত্রে খবর, সিনেপ্রেমীদের ক্রিকেট অনুরাগের কথা ভেবে ইতিমধ্যেই নেটফ্লিক্সের কাছে চিঠি গিয়েছে প্রযোজনা সংস্থার তরফে।
২০২২ সালে 'চাকদহ এক্সপ্রেস'-এর কাজ শেষ হয়েছে। যে সিনেমায় ঝুলন গোস্বামীর ভূমিকায় অভিনয় করেছেন অনুষ্কা শর্মা। কথা ছিল, নেটফ্লিক্স-এর পর্দায় মুক্তি পাবে সেই ছবি। বছর দুয়েক আগে ২০২৩ সালে প্রযোজনা সংস্থার তরফে ঘোষণা করা হলেও বছর ঘুরতেই হিসেবের উলট-পুরাণ! এদিকে অভিনেত্রীর কেরিয়ারের ম্যাগনাম ওপাস প্রজেক্টের ভবিষ্যৎ বিশ বাঁও জলে যাওয়ায় হাপিত্যেশ অনুরাগী শিবিরেও। তবে জেমাইমাদের বিশ্বজয়ের পরই যেন হিসেব বদলে গেল। 'চাকদহ এক্সপ্রেস'কে মুক্তির আলো দেখাতে কোমর বেঁধে নেমে পড়েছেন নির্মাতারাও।
বলিউডে কানাঘুষো, ক্লিন স্লেট ফিল্মজ-এর তরফে ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্র মারফৎ জানানো হয়েছে, "আমরা ব্যক্তিগতভাবে নেটফ্লিক্স ইন্ডিয়ার শীর্ষ কর্তাদের কাছে চিঠি লিখে পাঠিয়েছি যাতে দ্বন্দ্ব মিটিয়ে 'চাকদহ এক্সপ্রেস' রিলিজ করেন তাঁরা। কারণ ঝুলনদির মতো একজন কিংবদন্তির ক্রিকেটারের জীবনের আঁধারে তৈরি এই সিনেমা দর্শকদের কাছে পৌঁছানো উচিত।" কিন্তু কেন 'চাকদহ এক্সপ্রেস'-এর রিলিজ অনিশ্চিত হল? কেনই বা ক্লিন স্লেট ফিল্মজ-এর সঙ্গে চুক্তি বাতিল করল নেটফ্লিক্স? এবার প্রকাশ্যে নতুন তথ্য! খবর, সিনেমার মেকিং নিয়ে অখুশি নেটফ্লিক্স। শুধু তাই নয়, নির্ধারিত বাজেটের মাত্রাও নাকি ছাড়িয়ে ফেলেছিল ক্লিন স্লেট ফিল্মজ। সমস্যা আরও বাড়ে, নেটফ্লিক্স কর্তারা 'চাকদহ এক্সপ্রেস' দেখার পর। ছবি তৈরির ধরন নিয়ে আপত্তি তুলেছিলেন তাঁরা। এহেন ক্রিয়েটিভ পার্থক্য এবং টাকাপয়সা নিয়ে মনোমালিন্যের জেরেই সিনেমামুক্তির উপর খাঁড়ার ঘা ঝুলছিল এযাবৎকাল। তবে এবার বোধহয় জেমাইমা, হরমনপ্রীতদের বিশ্বজয়ে শাপমোচন ঘটতে চলেছে অনুষ্কা শর্মার! কারণ সাত-সাতটা বছর বলিউডের পর্দা থেকে দূরে তিনি।
২০১৮ সালে শাহরুখ খানের 'জিরো' ছবির পর আর পর্দায় দেখা যায়নি অভিনেত্রীকে। 'চাকদহ এক্সপ্রেস' নিয়েই ব্যস্ত ছিলেন অনুষ্কা। তবে সেই সিনেমার মুক্তি আটকে থাকায় তাঁরও পর্দায় ফেরা হয়নি। এবার জল্পনা সত্যি হলে, সাত বছর বাদে ঝুলন গোস্বামীর বায়োপিকের হাত ধরেই প্রত্যাবর্তন করতে চলেছেন অনুষ্কা শর্মা। ছবির স্বত্ত্ব এখ নেটফ্লিক্সের কাছে। মহিলা বাহিনীর বিশ্বজেয়র পর তাঁরাও নাকি 'চাকদহ এক্সপ্রেস'-এর রিলিজ নিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা শুরু করেছেন। খবর, আদৌ সিনেমাটা মুক্তি পাবে কিনা? সেটা চলতি মাসেই সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্ম।
