সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছত্রপতি শিবাজি মহারাজ চলে যাওয়ার পর শত্রুরা ভেবেছিল, সেই সাম্রাজ্যে নিজেদের আধিপত্য বিস্তার করা সহজ হবে! কিন্তু পিতার সেই তেজ, দুঃসাহসী বলিষ্ঠ চরিত্র যে পুত্র সম্ভাজির মধ্যেও রয়েছে, সেটা আন্দাজও করতে পারেনি বিপক্ষরা। যেমন রাজধর্মের বাহক, তেমনই ধার্মিক তিনি। সাম্রাজ্যের রক্ষক, ধর্মের রক্ষক, ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ‘ছাবা’র ট্রেলারে ভিকি কৌশলকে (Vicky Kaushal) দেখলে গায়ে কাঁটা দেবে! সম্মুখ সমরে ঔরঙ্গজেবের ভূমিকায় অক্ষয় খান্না (Akshaye Khanna)। দীর্ঘদিন বাদে যে বলিউডে তাঁর দাপুটে প্রত্যাবর্তন হতে চলেছে, তা ছাবার পয়লা ঝলকেই আন্দাজ করা গেল।
'জয় ভবানী' ধ্বনিতে ‘ছাবা’র ট্রেলার (Chhaava Trailer) প্রকাশ্যে নিয়ে এলেন ভিকি। সেখানেই দেখালেও সম্ভাজির সেই তেজ। যেখানে একা হাতে তাঁকে শত্রুদমন করতে দেখা গেল। এই সিনেমার জন্য ২৫ কিলো ওজন বাড়িয়ে তিনি যে কসরত করেছিলেন, তা যে বড়পর্দায় বিফলে যাবে না, তার ইঙ্গিত মিলল পয়লা ঝলকেই। ‘ছাবা’র টিজার দেখে নেটপাড়ায় রীতিমতো শোরগোল! ভিকি অনুরাগীরা বলছেন, “গায়ে কাঁটা দিচ্ছে।” ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ভিকি কৌশল এককথায় দুর্ধর্ষ। সম্ভাজির স্ত্রী যেশুবাঈয়ের ভূমিকায় নজর কাড়লেন রশ্মিকা মন্দানা। এই ছবি যে বলিউডের বক্স অফিসে বড় জোয়ার আনতে পারে, সেটা ট্রেলারেই হুঙ্কার দিয়ে গেল। আগামী ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে লক্ষ্মণ উতরেকার পরিচালিত পিরিয়ড ড্রামা ‘ছাবা’।
‘ছাবা’ ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের প্রেক্ষাপটে তৈরি। যিনি ছত্রপতি শিবাজির ছেলে। এছাড়াও এই সিনেমায় মুখ্য অভিনয় করছেন অক্ষয় খান্না, আশুতোষ রানা, দিব্যা দত্তরা। ইতিমধ্যেই অক্ষয় খান্নার লুকে শোরগোল পড়ে গিয়েছে। এই সিনেমা পরও একাধিক কাজ রয়েছে ভিকির হাতে। সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’, আদিত্য ধরের ‘ইম্মরটাল অশ্বত্থামা’র মতো বিগ বাজেট প্রজেক্ট তাঁর ঝুলিতে। তাই ২০২৫ সাল পর্যন্ত টাইট শিডিউল ভিকি কৌশলের।