সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবা-মেয়ের সম্পর্কের সমীকরণ নিয়ে ছবি ‘হাঁটি হাঁটি পা পা’। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে চিরঞ্জিৎ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্রকে। গত মাসে প্রকাশ্যে এসেছিল এই ছবির টিজার। ছবি মুক্তি পেতে এখনও বেশ দেরি। তবে তার আগে দেশের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে এই ছবি।
চলতি বছর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে প্রদর্শিত হবে রুক্মিণী ও চিরঞ্জিতের এই ছবি। আগামী ২০-২৮ নভেম্বর পর্যন্ত গোয়ায় আয়োজিত হবে এই চলচ্চিত্র উৎসব। সেখানেই বিভিন্ন ভাষার ছবির পাশাপাশি বাংলা এই ছবি প্রদর্শনের খবরে রীতিমতো উচ্ছ্বসিত ছবির গোটা টিম। ইতিমধ্যেই সংবাদ মাধ্যমকে এই নিয়ে রুক্মিণী বলেছেন, "প্রথমে এই খবরটা আমি বিশ্বাস করতেই পারিনি। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শিত হবে, এটা সত্যিই ঈশ্বরের আশীর্বাদ।"
অর্ণব কুমার মিদ্যা পরিচালিত ছবি ‘হাঁটি হাঁটি পা পা’ নিয়ে দর্শকের মনে এক আলাদা উচ্ছ্বাস রয়েছেই। এই ছবিও ভালোবাসার গল্পই বলবে। তবে অন্য মোড়কে। ছবি নিয়ে এর আগে সংবাদ প্রতিদিন ডিজিটালকে পরিচালক জানিয়েছিলেন, যে এই ভালোবাসার গল্প নারী-পুরুষের প্রেম নয়। বরং এই গল্প বলবে জীবনকে ভালোবাসার গল্প। যে সম্পর্কে ছোট থেকে বুড়ো হওয়া পর্যন্ত, এমনকী মৃত্যুর আগে পর্যন্ত মানুষের থেকে যায়। ছবির চিত্রনাট্য নিয়ে বহু দিন ধরেই কাজ করেছেন পরিচালক। আর রুক্মিণী মৈত্রকে ভেবেই এই গল্প লেখা। কাহিনীকার প্রিয়াঙ্কা পোদ্দার।
