shono
Advertisement
Chris Martin

মুম্বই বড় বিপজ্জনক! এসেই ঐতিহ্যবাহী শিবমন্দিরে পুজো ক্রিস মার্টিনের, নন্দীর কানে ফিসফিসিয়ে কী চাইলেন?

ধর্মকর্ম ক্রিস মার্টিনের, প্রেমিকা ডেকোটাকে নিয়ে পুজো দিলেন ঐতিহ্যবাহী বাবুলনাথ মন্দিরে।
Published By: Sandipta BhanjaPosted: 12:58 PM Jan 18, 2025Updated: 12:58 PM Jan 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে পা রাখার আগেই কোল্ড প্লে কনসার্ট নিয়ে আইনি বিপাকে পড়েছিলেন ক্রিস মার্টিন। মিউজিক্যাল সফর শুরুর আগেই নোটিস ধরানো হয়েছিল রকস্টারকে। শনিবার, ১৮ জানুয়ারি নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে কোল্ড প্লের (Coldplay) কনসার্ট, তার প্রাক্কালেই সাতসকালে ধর্মকর্ম করতে ছুটলেন ক্রিস মার্টিন (Chris Martin)। সঙ্গী প্রেমিকা ডেকোটা জনসন।

Advertisement

একদিকে মুম্বইতে যখন বিপদের কালমেঘ, একের পর এক তারকার জীবনে অঘটন। কখনও শাহরুখ-সলমনদের প্রাণনাশের হুমকিতে সরগরম বলিউড, মাস খানেক আগে বাবা সিদ্দিকির খুনের ঘটনার স্মৃতিও টাটকা! আবার দিন দুয়েক আগে নিজের বাসভবনেই ভোররাতে দুষ্কৃতীর হাতে আক্রমণের শিকার সইফ আলি খান, ঠিক এমনই এক বিপজ্জনক সময়ে মুম্বইতে কনসার্ট করতে এলেন ক্রিস মার্টিন। আর ভারতে মিউজিক্যাল শুরুর আগেই মুম্বইয়ের ঐতিহ্যবাহী প্রাচীন শিবমন্দিরে পুজো দিতে দেখা গেল ক্রিস মার্টিন এবং তাঁর হলিউডি অভিনেত্রী প্রেমিকা ডেকোটা জনসনকে। শনিবার সকালেই ভক্তিভরে মন্দিরে পুজো দেন তাঁরা। আবার সেই মন্দিরের রীতি অনুযায়ী নন্দীর কানে ফিসফিসিয়ে মানত করতেও দেখা গেল দুই তারকাকে। এদিকে ক্রিস মার্টিনকে দেখে মন্দির চত্বরে ভিড় জমে যায়। তবে শান্তিমনে পুজো দিয়ে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে হাসিমুখেই পোজ দিতে দেখা গেল তাঁদের।

মন্দিরে ট্র্যাডিশনাল সাজেই ধরা দিলেন ক্রিস মার্টিন এবং ডেকোটা জনসন। কোল্ড প্লে রকস্টারের পরনে নীল কুর্তা। গলায় তাঁর রুদ্রাক্ষের মালা। ডেকোটা বেছে নিয়েছিলেন প্রিন্টেড সালোয়ার স্যুট। মাথা ঢাকা ওড়নায়। জানা গেল, বিদেশী দুই তারকাকে ভারতীয় সংস্কৃতির উদযাপন করতে দেখে খুশি মন্দিরের পুরোহিতরাও। গতবছরই ক্রিস-ডেকোটার বিচ্ছেদের জল্পনা চাইড় হয়েছিল হলিউডে। তবে ভারতে এসে একসঙ্গে মন্দিরে পুজো দিয়ে সেই জল্পনা নস্যাৎ করে দিলেন তাঁরা। ২০১৭ সাল থেকে তাঁদের প্রেম যে এখনও অটুট, তা মুম্বইয়ের বাবুলনাথ মন্দিরে হাতে হাত রেখে বুঝিয়ে দিলেন ক্রিস মার্টিন এবং ডেকোটা জনসন। শনিবারের পাশাপাশি রবিবার এবং সোমবারও যথাক্রমে ডিওয়াই পাটিল স্টেডিয়ামে কোল্ড প্লের কনসার্ট রয়েছে।

প্রসঙ্গত ভারতে কনসার্ট করতে আসার আগেই আইনি বিপাকে পড়তে হয়েছিল ব্রিটিশ রক ব্যান্ডকে। গুজরাত প্রশাসন নোটিস জারি করে জানিয়ে দিয়েছিল, কোনওভাবেই নিয়মভঙ্গ করা যাবে না। আহমেদাবাদের জেলা শিশু সুরক্ষা বিভাগের তরফে গায়ক ক্রিস মার্টিন ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজক সংস্থার উদ্দেশে নোটিস জারি করে বলা হয়, "কোল্ড প্লে’র শোয়ে বাচ্চাদের প্রবেশ নিষিদ্ধ। অনুষ্ঠানের মঞ্চে কোনওভাবেই কোনও শিশুকে যেন ব্যবহার না করা হয়। আয়োজকদের উদ্দেশে বলা হয়েছে, ১২০ ডেসিবলের বেশি শব্দমাত্রা ক্ষতিকর। তাই বাচ্চাদের শ্রবণ নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে হবে। অনুষ্ঠানে কোনও বাচ্চা এলেও তাদের কানে যেন ইয়ারপ্লাগ থাকে। আর আদালতের নির্দেশ অমান্য করলে আইনি পদক্ষেপ করা হবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শনিবার, ১৮ জানুয়ারি নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে কোল্ড প্লের কনসার্ট।
  • তার প্রাক্কালেই সাতসকালে ধর্মকর্ম করতে ছুটলেন ক্রিস মার্টিন।
  • ধর্মকর্ম ক্রিস মার্টিনের, প্রেমিকা ডেকোটাকে নিয়ে পুজো দিলেন ঐতিহ্যবাহী বাবুলনাথ মন্দিরে।
Advertisement