shono
Advertisement
Deepika Padukone

বলিউডে পা রেখেই উচ্চারণের জন্য ঠাট্টার শিকার সেই দীপিকাই এখন ৫০০ কোটির নায়িকা

এবার কী নিয়ে মুখ খুললেন দীপিকা?
Published By: Arani BhattacharyaPosted: 07:39 PM Nov 08, 2025Updated: 07:39 PM Nov 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বলিউডের নায়িকা দীপিকা পাড়ুকোন। এবার দেশে তো বটেই একইসঙ্গে আমেরিকা, কানাডা ও ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার প্রতিটি মানুষ শুনতে পাবেন। মেটা এআই-এর নতুন কণ্ঠস্বর হিসেবে দীপিকাকে। নতুন জার্নি শুরু করে সোশাল মিডিয়ায় সেই খবর নিজেই ভাগ করে নিয়েছিলেন নায়িকা। একইসঙ্গে বলিউডে তাঁর বিভিন্ন সাহসী পদক্ষেপ এই মুহূর্তে আলোচনার শীর্ষে। যেন নায়িকার গলা আজ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ শুনছেন। কিন্তু একসময়ে বলিউডে তাঁর উচ্চারণ, কণ্ঠস্বর নিয়ে হয়েছে তুমুল ঠাট্টা। এবার তা নিয়েই মুখ খুললেন দীপিকা।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, "এই মুহূর্তে মেটা এআইয়ের কণ্ঠস্বর আমি। কিন্তু একটা সময় ছিল যখন বলিউডে আমি সদ্য পথচলা শুরু করেছি। সেই সময় ভীষণভাবে আমার কণ্ঠস্বর, আমার উচ্চারণ নিয়ে ঠাট্টা করা হত। সময়ের সঙ্গে সঙ্গে সে সব বদলেছে। আমার কাছে এমন একটা সুযোগ এসেছে। আমাকে এই সবটাই অর্জন করতে হয়েছে। এমন অনেক কিছুই আমার সঙ্গে হয়েছে যা আমাকে নীরবে লড়াই করে অর্জন করতে হয়েছে, জিততে হয়েছে। কাজেই এগুলো আমার কাছে নতুন কিছু নয়।" নিজের অভিনয় দক্ষতায় ইণ্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন দীপিকা। পাঁচশো কোটির সম্পত্তির অধিকারী সে। পারিশ্রমিকের নিরিখেও অভিনেতাদের সমপরিমাণ অর্থ নেন নায়িকা। এমনকী ইন্ডাস্ট্রিতে সকলের সমান সুযোগসুবিধার জন্যও সোচ্চার হয়েছেন তিনি। 

একইসঙ্গে দীপিকা বলেন, "আমার মনে হয় এআই মানুষের অনেক কিছু নিয়ে নিলেও যা কক্ষণও নিতে পারবে না তা হল মানুষের আবেগ ও অনুভূতি। এই একটা জিনিসই রয়েছে যা শুধুমাত্র মানুষের।" নিঃসন্দেহে দীপিকার কেরিয়ারে এ এক নতুন প্রাপ্তি এবং তা যে নায়িকা বেশ উপভোগ করছেন সে বিষয়ে কোনও সন্দেহ নেই। ভারতীয় তারকাদের মধ্যে দীপিকাই প্রথম যাঁকে এই ভূমিকায় দেখা যাবে। মা হওয়ার পর কাজের ক্ষেত্রে শর্ত আরোপ করে সমালোচনার শিকার হয়েছেন দীপিকা তবে সেসবে একেবারেই কর্ণপাত করেননি তিনি নিজের সিদ্ধান্তে অনড় থেকেছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মেটা এআই-এর নতুন কণ্ঠস্বর হিসেবে দীপিকাকে। নতুন জার্নি শুরু করে সোশাল মিডিয়ায় সেই খবর নিজেই ভাগ করে নিয়েছিলেন নায়িকা।
  • একইসঙ্গে বলিউডে তাঁর বিভিন্ন সাহসী পদক্ষেপ এই মুহূর্তে আলোচনার শীর্ষে। যেন নায়িকার গলা আজ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ শুনছেন।
  • কিন্তু একসময়ে বলিউডে তাঁর উচ্চারণ, কণ্ঠস্বর নিয়ে হয়েছে তুমুল ঠাট্টা। এবার তা নিয়েই মুখ খুললেন দীপিকা।
Advertisement