সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাতৃত্বের কারণে আট ঘণ্টা শুটিংয়ের শর্ত দিয়ে বাদ পড়েছেন 'স্পিরিট' এবং 'কল্কি ২৮৯৮ এডি' ছবি থেকে। এরপর থেকেই দীপিকা পাড়ুকোনকে নিয়ে জল্পনার অন্ত নেই। অনেকেই নায়িকার এই সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ করেছেন প্রত্যক্ষভাবে। অনেকেই তাঁকে অপেশাদার তকমা দিয়েছেন। কিন্তু দীপিকা এই নিয়ে সেভাবে কখনওই মুখ খোলেননি। এবার এই নিয়ে সপাটে জবাব দিলেন দুয়া-জননী দীপিকা।
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে দীপিকা বলেন, "একজন নারীর ক্ষেত্রে এমন তকমা দেওয়া ও তাঁকে নিয়ে নানা কটাক্ষ করা খুব সহজ। কিন্তু যত কটাক্ষই করা হোক না কেন আমি আমার সিদ্ধান্ত থেকে নড়ব না। আমি আট ঘণ্টাই শুটিং করব। তাতে যে যা পারে বলুক। আসলে এটা বলিউডের দ্বিচারিতা। এবং সেই মানসিকতা এখন আরও বেশি প্রকাশ পাচ্ছে। কারণ, এমন অনেক অভিনেতা রয়েছেন যাঁরা কখনই আট ঘণ্টার বেশি কাজ করেন না। এমনকি তাঁরা সপ্তাহান্তেও শুটিং ফ্লোরে যান না। কিন্তু তা নিয়ে কেউ কখনও মুখ খোলেন না। সেগুলো নিয়ে কখনও আলোচনা হয় না আর এত কটাক্ষও কেউ করেন না।"
দীপিকা আর বলেন, "আমাদের সবথেকে বড় সমস্যা হল যে ভারতীয় চলচ্চিত্র জগৎকে 'ইন্ডাস্ট্রি' বলা হলেও তা এখনও অসংগঠিত। আমরা একে 'ইন্ডাস্ট্রি' বলি ঠিকই কিন্তু সেটা আমাদের কাজে কখনওই প্রমাণ করতে পারিনি। আমি এই নিয়ে এর আগে কখনওই সেভাবে মুখ খুলিনি। কারণ, আমি মানুষটাই এরকমই। আমি নিজের লড়াই নিজে মুখ বন্ধ করে লড়তেই পছন্দ করি।" বড় দুটি ছবি থেকে বাদ পড়ার পরেও দীপিকা যে নিজের সিদ্ধান্তে অবিচল থাকবেন তা বলাই বাহুল্য। তা তাঁর কথাতেই পরিষ্কার। শুধু তাই নয় আগামীতে শাহরুখ খানের 'কিং' ছবিতে দীপিকাকে অভিনয় করতে দেখা যাবে। সঙ্গে থাকবেন সেই ছবিতেই সুহানা খান। অন্যদিকে অ্যাটলির ছবিতে তাঁকে দেখা যাবে আল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করতে।
