সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'রক্তের টানই বড়'- একথা ভুল। মনের টানেও যে আত্মীয়তা গড়া যায়, স্বজন পাওয়া যায়, সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন অরুণ রায় (Direct Arun Roy)। তাই তো প্রয়াত পরিচালকের অন্ত্যেষ্টিক্রিয়ায় শশব্যস্ত শিডিউলের মাঝেও পৌঁছে গেলেন দেব, রুক্মিণী মৈত্র (Dev, Rukmini Maitra), কিঞ্জল নন্দরা (Kinjal Nanda)। পারোলৌকিক ক্রিয়ায় অংশ নিয়েছিলেন অরুণ রায়ের বিভিন্ন সিনেমার শিল্পীরাও। সেই তালিকায় অরুণ রায়ের 'হেমাঙ্গিনী' অনুষ্কা চক্রবর্তী যেমন রয়েছেন, তেমনই 'দীনেশ' রেমোও। শ্রদ্ধা জানাতে পৌঁছে যান অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীও।
বিপদে-আপদে কিংবা দুর্দিনে পাশে না থাকলে 'স্বজন' কীসের? তাই তো ক্যানসার আক্রান্ত পরিচালকের সঙ্গে 'বাঘা যতীন' শেষ হওয়ার পরও প্রতি মুহূর্তে যোগাযোগ রেখেছিলেন দেব। এমনকী চিকিৎসার সময়েও পাশে দাঁড়িয়েছেন দেব এবং কিঞ্জল নন্দরা। রুক্মিণীর কাছেও তিনি প্রিয় 'অরুণদা'। শেষযাত্রায় পরিচালকের শববাহী গাড়িতে করেই কেওড়াতলা শ্মশানে গিয়েছিলেন দেব-রুক্মিণী। চোখের জলে দাদা-সম পরিচালককে শেষবারের মতো বিদায় জানাতে দেখা যায় তাঁদের। এবার পরিচালক অরুণ রায়ের অন্ত্যেষ্টিক্রিয়া করলেন দেব এবং রুক্মিণী মৈত্র। সঙ্গে ছিলেন কিঞ্জল নন্দও। আদতেই যেন তাঁরা পরিচালকের স্বজন। এদিন টাকি হাউসে আগামী ছবি 'বিনোদিনী'র প্রচার সেরে অরুণ রায়ের পারোলৌকিক ক্রিয়া করতে পৌঁছে যান রুক্মিণী মৈত্র।
শুধু বন্ধু নয়, এ যেন দেব-রুক্মিণীর কাছে প্রিয়জন বিয়োগ। নতুন বছরের দ্বিতীয় দিনে কাছের মানুষকে হারিয়ে শোকবিহ্বল হয়ে পড়েছিলেন টলিউড জুটি। বন্ধু অরুণ রায়ের শেষযাত্রাতেও শামিল হন দেব এবং রুক্মিণী মৈত্র। পরিচালককে যে শববাহী গাড়িতে করে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল, সেই গাড়ি থেকেই নামতে দেখা যায় টলিউড জুটিকে। আর জি কর হাসপাতালে অরুণ রায়ের চিকিৎসা চলাকালীন প্রতি মুহূর্তে পাশে থেকেছেন কিঞ্জল নন্দও। এবার তাঁরাই প্রয়াত পরিচালকের অন্ত্যেষ্টিক্রিয়া সারলেন। অনুষ্কা চক্রবর্তী সেই মুহূর্ত সোশাল মিডিয়ায় শেয়ার করে মনে করিয়ে দিলেন অরুণ রায়ের সঙ্গে তাঁদের সকলের আত্মীয়তার কথা।