shono
Advertisement

Breaking News

Dev-Rukmini-Chiranjeet

বাবা-মেয়ের সম্পর্কের সমীকরণ 'হাঁটি হাঁটি পা পা', ছবির টিজার প্রকাশ্যে আসতেই রুক্মিণীকে কী বললেন দেব?

রবিবাসরীয় সকালে প্রকাশ্যে এল ছবির টিজার।
Published By: Arani BhattacharyaPosted: 03:06 PM Oct 12, 2025Updated: 03:07 PM Oct 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবা-মেয়ের সম্পর্ক, যা এক কথায় বিশ্লেষণ করা যায় না। সময় পালটায়, মেয়ে বড় হয় আর তার সঙ্গে সঙ্গেই সে হয়ে ওঠে বাবার ভরসার জায়গা। কড়া অনুশাসনে একটা বয়সের পর যেমন মেয়েরা বেঁধে রাখে বাবাকে, ঠিক তেমনই ঝগড়া, অভিমান, রাগ সবটুকুই উজাড় করে দেয় তাঁর কাছেই। সেই মেয়ে-বাবার সম্পর্কের সমীকরণ নিয়ে আসছে নতুন ছবি 'হাঁটি হাঁটি পা পা'। রবিবাসরীয় সকালে প্রকাশ্যে এল ছবির টিজার।

Advertisement

এই ছবিতে বাবা ও মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন চিরঞ্জিৎ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্র। টিজার জুড়ে তাঁদের খুনসুটি দেখে বোঝার উপায় নেই তা রিল নাকি রিয়েল। একটা বয়সের পর যেভাবে বাবাকে সামলাতে গিয়ে হিমশিম খায় সন্তানরা ঠিক তা ফুটে উঠেছে এই ট্রেলারে। মা চলে যাওয়ার পর বাবাকে ঘিরেই বেঁচে থাকা রুক্মিণী অভিনীত চরিত্রের। ঠিক যেন 'এক লক্ষ্মীমন্ত মেয়ে আর তার অবাধ্য বাবার মান-অভিমানের গল্প!' এদিন টিজার প্রকাশ্যে আসার পর তা নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে মনের মানুষ রুক্মিণীকে আগামী ছবির জন্য শুভেচ্ছা জানিয়েছেন দেব। এর আগেও রুক্মিণীর যে কোনও ছবি মুক্তির সময় সুপারস্টারের সান্নিধ্য পেয়েছে। শুভেচ্ছা জানানো, নতুন কাজ নিয়ে আলোচনা-সমালচনা সবটাই তাঁর সঙ্গে। আর এদিন তাই তাঁর নতুন কাজ নিয়েও শুভেচ্ছা জানাতে ভুললেন না দেব। 

অর্ণব কুমার মিদ্যা পরিচালিত ছবি ‘হাঁটি হাঁটি পাপা' নিয়ে দর্শকের মনে এক আলাদা উচ্ছ্বাস রয়েছেই। এই ছবিও ভালোবাসার গল্পই বলবে। তবে অন্য মোড়কে। ছবি নিয়ে এর আগে সংবাদ প্রতিদিন ডিজিটালকে পরিচালক জানিয়েছিলেন, যে এই ভালোবাসার গল্প নারী-পুরুষের প্রেম নয়। বরং এই গল্প বলবে জীবনকে ভালোবাসার গল্প। যে সম্পর্কে ছোট থেকে বুড়ো হওয়া পর্যন্ত, এমনকী মৃত্যুর আগে পর্যন্ত মানুষের থেকে যায়। ছবির চিত্রনাট্য নিয়ে বহু দিন ধরেই কাজ করেছেন পরিচালক। আর রুক্মিণী মৈত্রকে ভেবেই এই গল্প লেখা। কাহিনীকার প্রিয়াঙ্কা পোদ্দার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এই ছবিতে বাবা ও মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন চিরঞ্জিৎ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্র।
  • টিজার জুড়ে তাঁদের খুনসুটি দেখে বোঝার উপায় নেই তা রিল নাকি রিয়েল।
  • এদিন টিজার প্রকাশ্যে আসার পর তা নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে মনের মানুষ রুক্মিণীকে আগামী ছবির জন্য শুভেচ্ছা জানিয়েছেন দেব।
Advertisement