সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি, জয়পুর, হায়দরাবাদ, আহমেদাবাদ, লখনউ, পুণে ঘুরে সদ্য কলকাতায় পা রেখেছেন দিলজিৎ দোসাঞ্ঝ। ৩০ নভেম্বর অর্থাৎ শনিবার তিলোত্তমার বুকে কনসার্টে ঝড় তুলবেন তিনি। কলকাতায় এসেই বাংলা সংস্কৃতিকে যেন ভালোবেসে ফেলেছেন দিলজিৎ। আর সেই কারণেই 'আমি শুনেছি সেদিন...', বাংলা গান সঙ্গী করেই গোটা কলকাতা চষে ফেললেন দিলজিৎ দোসাঞ্ঝ। তবে এখানেই শেষ নয়, কলকাতার শো যাতে ভালো হয়, সেই প্রার্থনা নিয়েই দক্ষিণেশ্বরে পুজো দিলেন গায়ক-অভিনেতা। দক্ষিণেশ্বরে রামকৃষ্ণর ঘরে দীর্ঘক্ষণ বসে রইলেন চোখ বন্ধ করে। মগ্ন হলেন ধ্যানে। দিলজিতের চোখে-মুখে এক অদ্ভুত প্রশান্তি লক্ষ্য করল তাঁর অনুরাগীরা।
দিলজিৎ দোসাঞ্ঝের ‘দিল-লুমিনাটি’ শো ঘিরে ঠিক যতটা উন্মাদনা, ততটাই বিতর্ক! পাঞ্জাবি পপস্টার বিদেশ জয় করে সদ্য দেশে মিউজিক্যাল ট্যুর শুরু করেছেন। গানের মাধ্যমে মদ, মাদকের প্রচার করার অভিযোগে আইনি নোটিস পেয়েছিলেন তেলেঙ্গনা সরকারের তরফে। তার পর থেকেই প্রশ্নের মুখে দিলজিৎ! তবে বিতর্ক, সমালোচনায় কর্ণপাত না করে পাঞ্জাবি পপস্টার ব্যস্ত কনসার্ট নিয়ে। সম্প্রতি লখনউয়ের শো থেকে সরাসরি তোপ দেগে তাঁর মন্তব্য, “মদ শব্দের ব্যবহারে গানে যদি সেন্সরশিপ চালাতে পারেন, তাহলে সিনেমাতেও মদের ব্যবহার নিষিদ্ধ হোক।” আর এই বিতর্কের আবহেই শিল্পীর শোয়ের পালে হাওয়া লেগেছে। তরতরিয়ে বিকোচ্ছে প্রতিটা শহরে কনসার্টের সমস্ত টিকিট। কলকাতার এই শো যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, দিলজিতের সেটাই প্রার্থনা।
অন্যদিকে, মনিন্দর সিং সখী নামে জনৈক দিলজিতের ওই অন্ধভক্তের সোশাল মিডিয়ায় করজোরে আর্তি, ‘বহু বছর ধরে কলকাতায় আপনার কনসার্ট হওয়ার জন্য অপেক্ষা করছি। এবার শেষমেশ যখন শহরে আপনার শো হচ্ছে, তখন আমি একটাও টিকিট পেলাম না। মুহূর্তের মধ্যেই সব টিকিট শেষ। আমাকে দয়া করে ৩০ নভেম্বরের ২টো টিকিটের ব্যবস্থা করে দেবেন। আমি আর বোন যাব আপনার কনসার্ট দেখতে।’ অনুরাগীর এমন আর্জিতে সাড়া না দিয়ে পারেননি দিলজিৎ। এক্স হ্যান্ডেলে সেই পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘ওকে ব্যবস্থা হয়ে যাবে মনিন্দর।’ পাঞ্জাবি পপস্টারের এহেন মহানুভবতা দেখে প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। কেউ দিলেন ‘দিলদার’ তকমা। কারও মন্তব্য, ‘সত্যিই আপনি অনেক বড় মনের মানুষ।’ কেউ বা আবার মনিন্দরকে ‘ভাগ্যবান ভক্ত’ বলে ঈর্ষা প্রকাশ করলেন!