shono
Advertisement
Samantha Tamannah

জাল ভোটার কার্ডের গেরোয় সামান্থা-তামান্না, তদন্তে নির্বাচন কমিশন!

তেলেঙ্গানার জুবিলি হিলসে উপনির্বাচনের প্রাক্কালে মারাত্মক কাণ্ড!
Published By: Sandipta BhanjaPosted: 10:32 AM Oct 17, 2025Updated: 10:32 AM Oct 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ১১ নভেম্বর তেলেঙ্গানার জুবিলি হিলসের বিধানসভা আসনে উপনির্বাচন। তার প্রাক্কালেই জাল ভোটার কার্ডের গেরোয় তিন দক্ষিণী নায়িকা- তামান্না ভাটিয়া, সামান্থা রুথ প্রভু এবং রাকুলপ্রীত সিং। খবর, নির্বাচনী আবহে জুবিলি হিলসে ছড়িয়ে পড়েছে তাঁদের ভোটার কার্ড। যেগুলি আদতে ভুয়ো। আর সুপারস্টার নায়িকাদের এহেন জাল ভোটার পরিচয়পত্র নিয়েই আপাতত উত্তপ্ত তেলেঙ্গানার সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্র! পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নির্বাচন কমিশন নাকি হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে।

Advertisement

ভাইরাল হওয়া ওই ভোটার কার্ডগুলিতে আরও চমকপ্রদ বিষয় হচ্ছে, তিন নায়িকার বাড়ির ঠিকানাই এক। জানা গিয়েছে, তামান্না, সামান্থা এবং রাকুলপ্রীতের ভোটার পরিচয়পত্র কীভাবে জাল করা হল? সেই বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নেমেছে নির্বাচন কমিশন। যদিও ভুয়ো ভোটার কার্ড নিয়ে জলঘোলা হওয়ার বিষয়ে এখনও পর্যন্ত কোনওরকম মুখ খোলেননি তিন নায়িকার কেউই। উল্লেখ্য, ভোট কারচুপির ঘটনা দেশে নতুন নয়! কিন্তু একই সিনেইন্ডাস্ট্রির তিন জনপ্রিয় অভিনেত্রীর জাল ভোটার পরিচয়পত্র এভাবে ভাইরাল হওয়া একেবারেই বিরল।

প্রসঙ্গত, জুবিলি হিলসের বিধায়ক মগন্তি গোপীনাথের আকস্মিক মৃত্যু হয় চলতি বছরের জুন মাসে। তার পর থেকেই সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের আসন ফাঁকা। কংগ্রেসের তরফে ওই কেন্দ্রে ভোট লড়ছেন ভি নবীন যাদব। অন্যদিকে বিআরএস প্রার্থী হিসেবে রয়েছেন প্রয়াত বিধায়কের স্ত্রী মগন্তি সুনীতা। সংশ্লিষ্ট আসনের উপনির্বাচনে দৌড়ে রয়েছেন বিজেপি প্রার্থী দীপক রেড্ডি। সম্প্রতি কংগ্রেসের বিরুদ্ধে হাজার হাজার ভুয়ো ভোটার পরিচয়পত্র তৈরি করার অভিযোগ তুলে তেলেঙ্গানা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল বিআরএস। সেই গেরোতেই তিন নায়িকা পড়েছেন কিনা? সেটাই আপাতত খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী ১১ নভেম্বর তেলেঙ্গানার জুবিলি হিলসের বিধানসভা আসনে উপনির্বাচন।
  • তার প্রাক্কালেই জাল ভোটার কার্ডের গেরোয় তিন দক্ষিণী নায়িকা- তামান্না ভাটিয়া, সামান্থা রুথ প্রভু এবং রাকুলপ্রীত সিং।
  • জাল ভোটার পরিচয়পত্র নিয়েই আপাতত উত্তপ্ত তেলেঙ্গানার সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্র!
Advertisement