সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুষ্ঠান করতে গিয়ে সম্প্রতি চরম বিশৃঙ্খল পরিস্থিতির সাক্ষী হন শ্রেয়া ঘোষাল। ওড়িশায় জ্ঞান হারান শ্রেয়া ঘোষাল। তার মাত্র কয়েকদিনের মধ্যেই ভারতে এসে ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী আমেরিকার গায়ক একন। এসেছিলেন অনুষ্ঠান করতে। তা শুনতে এসেছিলেন হাজারও অনুরাগী। আর সেখানেই 'হেনস্তা'র শিকার আমেরিকার গায়ন একন। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। উঠেছে নিন্দার ঝড়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, নিজের মনে মাইক্রোফোন হাতে গাইছেন একন। সামনে জড়ো হয়ে দাঁড়িয়ে বহু অনুরাগী। তাঁর সঙ্গে হাত মেলাতে যাচ্ছেন কেউ। আবার কেউবা তাঁর প্যান্ট ধরে টান দিচ্ছেন। স্পষ্ট বোঝা যাচ্ছে অন্তর্বাস। বেশ বিব্রতবোধ করছেন গায়ক। বারবার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তিনি। প্যান্ট তোলার চেষ্টা করছেন গায়ক। তবে গান গাওয়া বন্ধ করেননি একন।
এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ামাত্রই নানা মহলে উঠেছে নিন্দার ঝড়। কেউ কেউ বলছেন, এভাবে দেশের অনুষ্ঠানে বিদেশি গায়কের 'হেনস্তা' কার্যত দেশের ভাবমূর্তি নষ্ট হওয়া ছাড়া আর কিছুই নয়। কেউ কেউ বলছেন, অত্য়ুৎসাহী অনুরাগীদের অনুষ্ঠান থেকে সঙ্গে সঙ্গে বের করে দেওয়া উচিত ছিল। কারও মতে, আর কোনওদিন কোনও বিদেশি গায়ক, দেশে অনুষ্ঠান করতে আসার আগে এই ঘটনা দেখলে আতঙ্কে শিউরে উঠবেন। কেউ অনুষ্ঠান করতে না আসলেও, অবাক হওয়ার কিছুই থাকবে না। আদতে একজন বিদেশি গায়কের কাছে ভুল বার্তা পৌঁছল বলেই দাবি কারও কারও। বলে রাখা ভালো, গত ৯ নভেম্বর ভারতের মাটিতে পা রাখেন একন। ওইদিন তিনি পৌঁছন দিল্লিতে। ১৫ নভেম্বর বেঙ্গালুরুতে অনুষ্ঠান ছিল। এটিই ছিল এবার ভারত সফরের শেষদিনের অনুষ্ঠান। সেদিনই এমন ভয়াবহ অভিজ্ঞতার শিকার হলেন গায়ক, যা সত্যিই অনভিপ্রেত ছাড়া আর কিছুই নয়।
