shono
Advertisement

Breaking News

Fatima Sana Shaikh

খাবারে রুচি নেই ফাতিমার! কোন জটিল রোগে ভুগছেন অভিনেত্রী? জানালেন নিজেই

হঠাৎ কী হল অভিনেত্রীর?
Published By: Arani BhattacharyaPosted: 09:54 PM Nov 17, 2025Updated: 09:55 PM Nov 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাবারে নাকি একেবারেই রুচি নেই বলিউডের অভিনেত্রী ফাতিমা সানা শেখের। অদ্ভূত এক রোগে নাকি আক্রান্ত তিনি। নিজেই তা জানিয়েছেন অভিনেত্রী। হঠাৎ কী এমন হল অভিনেত্রীর যে একেবারেই কিছু খেতে পারছেন না তিনি? এ আবার কেমন রোগ?

Advertisement

ফাতিমা জানিয়েছেন যে, তিনি 'বুলিমিয়া' রোগে আক্রান্ত। কী এই রোগ? ফাতিমা জানিয়েছেন, তিনি নাকি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। 'দঙ্গল' ছবির শুটিং চলাকালীন তিনি নাকি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তারপরেই জানতে পারেন যে, তিনি নাকি এমন এক রোগে আক্রান্ত যাতে খাবারের সঙ্গে সম্পর্ক 'বন্ধুর' হয়ে উঠতে বেশি সময় লাগে না। এই রোগ একেবারেই স্নায়বিক। অভিনেত্রীর জন্য নাকি এই বিষয়টা মেনে নেওয়া খুবই কষ্টকর ছিল। এর ফলে ফাতিমা নাকি দিনে ২৫০০ ক্যালোরির খাবার খান।

ফাতিমা আরও বলেছেন, তাঁর সঙ্গে নাকি খাবারের সম্পর্ক অত্যন্ত 'টক্সিক'। তিনি নাকি লাগামছাড়া খাওয়াদাওয়া করেন এবং তা করতেই থাকেন। কোনও নিয়ন্ত্রণ থাকে না তাঁর নিজের উপর। আবার একটা সময় মনে হয় যে কেন আমি এত খেলাম। এই সবমিলিয়েই নাকি একটা সময় বাড়ি থেকেই বেরনো বন্ধ করে দিয়েছিলেন ফাতিমা। ফাতিমা এ কথাও জানিয়েছেন যে, তাঁর শরীরের এই অস্বাভাবিকতা প্রথম 'দঙ্গল' ছবির সেটে প্রথম বুঝতে পারেন আর এক অভিনেত্রী সান্য মালহোত্রা। তিনিই প্রথম এই বিষয়ে ফাতিমাকে জানান। তবে একাহ্নেই শেষ নয়, 'বুলিমিয়া' বা মৃগী রোগের পাশাপাশি ফাতিমা মারাত্মক সমস্যায় পড়েন বিমানযাত্রার সময়। আকাশে অরার সময় নাকি মারাত্মক খিঁচুনির সমস্যা দেখা যায় তাঁর। যদিও এই সমস্যা নিয়ে আগেই বলেছিলেন অভিনেত্রী। এবার মুখ খুললেন শরীরের নতুন সমস্যা নিয়ে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তিনি নাকি এমন এক রোগে আক্রান্ত যাতে খাবারের সঙ্গে সম্পর্ক 'বন্ধুর' হয়ে উঠতে বেশি সময় লাগে না।
  • এই রোগ একেবারেই স্নায়বিক। অভিনেত্রীর জন্য নাকি এই বিষয়টা মেনে নেওয়া খুবই কষ্টকর ছিল।
  • এর ফলে ফাতিমা নাকি দিনে ২৫০০ ক্যালোরির খাবার খান।
Advertisement