সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌন সুড়সুড়ি দেওয়া 'হাউস অ্যারেস্ট' বিতর্ক অতীত। নতুন করে আইনি বিপাকে এজাজ খান। তাঁর বিরুদ্ধে সোশাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ উঠেছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ প্রায় ঘণ্টাতিনেক জিজ্ঞাসাবাদও করে তাঁকে।
মধ্যপ্রদেশের ইন্দোরের ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ কমিশনার রাজেশ দণ্ডতিয়া অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের খবর নিশ্চিত করেন। তিনি জানান, "সোশাল মিডিয়ায় ভুয়ো এবং আপত্তিকর পোস্টের অভিযোগে এজাজের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। তারপরই তাঁকে নোটিস পাঠানো হয়। সেই অনুযায়ী থানায় আসেন। প্রায় মাসদুয়েক পুরনো ওই মামলায় তাঁর বয়ান রেকর্ড করা হয়। শুধু এজাজ খানই নন, এই ঘটনার সঙ্গে যুক্ত কমপক্ষে ৬৮টি সোশাল মিডিয়া অ্যাকাউন্ট তদন্তকারীদের স্ক্যানারে। তার মধ্যে ৩২টি সোশাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে।"
বলে রাখা ভালো, ২০০৩ সালে ‘পথ’ নামের সিনেমার মাধ্যমে অভিনয় জগতে সফর শুরু করেন এজাজ। কিন্তু কখনই মুম্বইয়ের গ্ল্যামার জগতে তেমন গুরুত্বপূর্ণ চরিত্র পাননি। ছোটখাটো ভিলেনের চরিত্র করেছেন হিন্দি ও তেলুগু সিনেমা। কয়েকটি হিন্দি ধারাবাহিকেও পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। ‘বিগ বস ৭’-এর প্রতিযোগী হিসেবে সবচেয়ে বেশি পরিচিত হন এজাজ। বিতর্ক এবং এজাজ খান যেন একে-অপরের সমার্থক। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই শিরোনামে তিনি। কারণ, সেই সময় মাদক যোগ নিয়ে তোলপাড় হয় বি-টাউন। তদন্ত শুরু করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সেখান থেকেই এজাজের মাদক যোগের হদিশ পাওয়া যায় বলে খবর। টানা দু’বছর হাজতবাস করতে হয়েছিল তাঁকে। তেইশ সালে জামিন পেয়ে জেলের বাইরে এলেও তাঁকে নিয়ে বিতর্কের অন্ত নেই। সম্প্রতি ‘বিগ বস’-এর ধাঁচে তৈরি এজাজের ‘হাউস অ্যারেস্ট’ রিয়ালিটি শো বিতর্কে জড়ায়। অভিযোগ, যৌনরসে ভরপুর এই শোয়ে প্রতিযোগী জুটিদের রকমারি ‘সেক্স পজিশন’ দেখাতে হয়। আর শোয়ের এমন অশ্লীল কন্টেন্টের ভিডিও ছড়িয়ে পড়তেই সরগরম নেটপাড়া। শিব সেনা (উদ্ধব শিবির), বজরং দলের তরফে এজাজের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের আইনি জটিলতায় অভিনেতা।
