সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার রাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন গোবিন্দা। বলিউড মাধ্যম সূত্রে খবর, মারাত্মক মাথাব্যথায় অজ্ঞান হয়ে পড়েছিলেন অভিনেতা। শারীরিক দুর্বলতাও ছিল প্রবল। সেই প্রেক্ষিতেই রাতবিরেতে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয় গোবিন্দাকে। খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ বাড়ে অনুরাগীমহলে। অভিনেতার শারীরিক পরিস্থিতি কেমন? জানার জন্য মুখিয়ে ছিলেন তাঁরা। তবে রাত পোহাতেই বুধবার দুপুরে হাসপাতাল থেকে ছাড়া পেলেন বলিউডের প্রিয় 'চিচি'।
এদিন হাসপাতাল থেকে বেরিয়েই সংবাদিকদের মুখোমুখি হয়ে গোবিন্দা জানান, আমি ভালো আছি। খুব বেশিই কাজ করে ফেলেছি এই ক'দিন। তাই অসুস্থ হয়ে পড়েছিলাম। আমার মনে হয়, জিমে গিয়ে ঘাম ঝরানোর থেকে যোগব্যায়াম, প্রাণায়ম করা ঢের ভালো। অতিরিক্ত ব্যায়াম করা ভালো নয়। আমি অবশ্য শরীরী গড়ন ঠিক করার জন্যেই জিমে এত শরীরচর্চা করতাম। কিন্তু যা দেখলাম, এর থেকে যোগব্যায়াম করা ভালো।
অভিনেতার ম্যানেজার শশী সিনহা জানিয়েছেন, মঙ্গলবার মাঝরাতে অজ্ঞান হয়ে যাওয়ায় দ্রুত জুহুর সাবার্বান হাসপাতালের ইমার্জেন্সি কেয়ার ইউনিটে ভর্তি করানো হয় গোবিন্দাকে। পরীক্ষা করানোর পর চিকিৎকসরা ওঁর ডায়েট চার্ট বেঁধে দিয়েছে। এবং আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
এর আগে বুধবার সকালে গোবিন্দার আইনি উপদেষ্টা তথা বন্ধু ললিত বিন্দল জানিয়েছিলেন, "মঙ্গল রাতে ১টা নাগাদ গোবিন্দাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার আগে তাঁকে বাড়িতেই প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। আপাতত অভিনেতার বিভিন্ন স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে, এখন অপেক্ষা সমস্ত রিপোর্ট হাতে পাওয়ার। এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। এর বেশি কিছু খোলসা করা হয়নি তাঁর টিমের তরফে।"
