সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্যে নাকি এবার পাকাপাকি যতিচিহ্ন পড়তে চলেছে? বিবাহবিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন গোবিন্দা-সুনীতা? এহেন জল্পনায় যখন মাসখানেক ধরেই সরগরম বলিউড, তখন গণপতি উৎসবের আবহে দূরত্ব মিটিয়ে একফ্রেমে ধরা দিয়েছিলেন তারকাদম্পতি। এবার করবা চৌথ উপলক্ষে শত্তুরের মুখে ছাই দিয়ে বউকে সোনায় মুড়লেন গোবিন্দা। পেল্লাই আকৃতির গয়না পেয়ে সোনায় সোহাগা সুনীতা আহুজাও। বহুমূল্য নেকলেস হাতে তাঁর আনন্দ উল্লাস যেন বাধ মানতে চাইছে না!
স্ত্রী সুনীতার জন্য ২০২৫ সালের করবা চৌথ যে গোবিন্দা আরও স্পেশাল করে তুলেছেন, তা বলাই বাহুল্য। সোশাল মিডিয়ায় সেই বহুমূল্য উপহারের ছবি পোস্ট করে জীবনের 'হিরো নম্বর ওয়ান'কে ভালোবাসায় ভরিয়ে দিলেন সুনীতা। গোবিন্দাপত্নীর ভাগ করে নেওয়া ছবিতেই ধরা পড়ল গলা-বুক জোড়া ইয়াব্বড় সোনার নেকলেস। আর সেই গয়না পরে ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিয়েছেন সুনীতা। পরনে কালো সালোয়ার। কপালে আশীর্বাদী সিঁদুরে টিপ। মুখে 'হাইভোল্টেজ' হাসি। নেকলেস দেখাতে গিয়ে আহ্লাদে আটখানা সুনীতা আহুজা। আর গোবিন্দাপত্নীর এহেন 'গোল্ডেন' পোস্টই মন জয় করে নিয়েছে অনুরাগীদের। একসময়ে দাম্পত্য কলহের জেরে যাঁদের বলিউডের 'খুনসুটে দম্পতি'র খেতাব দিয়েছিলেন তাঁরা, এবার সেই নিন্দুকেরাই বলছেন, এ তো 'জুটি নম্বর ওয়ান'।
গোবিন্দার সিনেমার সুপারহিট গান ধার করেই ক্যাপশন বেধেছেন সুনীতা। গোবিন্দাকে ট্যাগ করে লিখেছেন, 'সোনা কিতনা সোনা হ্যায়...। আমার করবা চৌথের উপহার এসে গেছে।' সুনীতার পোস্টে ভালোবাসা উজাড় করে দিয়েছেন অনুরাগীরাও।
প্রসঙ্গত, চলতি বছরের গোড়া থেকেই গোবিন্দা-সুনীতার ডিভোর্সের গুঞ্জন বলিপাড়ায়। সম্প্রতি গোবিন্দাপত্নীর ভ্লগ থেকেই সেই বিতর্কের স্ফুলিঙ্গ আবারও জ্বলে উঠেছে। মন্দিরের বারান্দায় বসে দাম্পত্যযন্ত্রণার কথা ভাগ করে নিয়েছিলেন সুনীতা আহুজা। আর সেই ভিডিও দাবানল গতিতে ভাইরাল হতেই বলিউড মাধ্যম সূত্রে জানা যায়, গোবিন্দার বিরুদ্ধে নাকি বান্দ্রা আদালতে পরকীয়া ও গার্হস্থ্য হিংসার অভিযোগ জানিয়ে ডিভোর্সের মামলা দায়ের করেছেন সুনীতা। আদৌ কি তাই? স্ত্রীকে পাশে নিয়েই গণপতি পুজোর আসরেই সম্প্রতি এর জবাব দিয়েছিলেন গোবিন্দা। অভিনেতার কথায়, “বাপ্পার আশীর্বাদে পরিবারের সমস্ত কঠিন সময় দূর হয়, উনি সব দুঃখ-দুর্দশা ভুলিয়ে দেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমরা যেন পরিবারের সকলে আরও জুড়ে জুড়ে থাকি। আপনারা যশ-টিনার জন্য প্রার্থনা করবেন একটু।”
