সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার, ৭ নভেম্বর মা-বাবা হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। সুখবর প্রকাশ্যে আসার পর থেকেই বলিপাড়ায় শুভেচ্ছার জোয়ার। নতুন সদস্যের আগমনে ডগমগ কৌশল পরিবারও। এমতাবস্থায় অনুরাগীরা অভিনেত্রী এবং তাঁর সদ্যোজাত সন্তানের শারীরিক পরিস্থিতির খবর জানার জন্য মুখিয়ে রয়েছেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর কেমন আছেন ক্যাটরিনা?
এদিন সন্ধেবেলা হাসপাতালের তরফে বিবৃতি জারি করে জানানো হল, "শুক্রবার সকালে এইচএন রিলায়েন্স হাসপাতালে ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের পুত্র সন্তানের জন্ম হয়েছে। ঘড়িতে তখন সকাল ৮টা বেজে ২৩ মিনিট। মা এবং সন্তান উভয়েই সুস্থ রয়েছে। দুজনের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। তবে এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না ক্যাটরিনা।" কিন্তু কেন অভিনেত্রীকে এখনই থেকে ছাড়া হচ্ছে না? তার কারণ ব্যাখ্যা করা হয়নি রিলায়েন্স হাসপাতালের তরফে।
এদিকে সেলেব-দম্পতি আপাতত শুভেচ্ছার জোয়ারে ভাসছেন। ভিকি-ক্যাটরিনাকে শুভেচ্ছা জানিয়ে করিনার মন্তব্য, 'ক্যাট, বয় মাম্মা ক্লাবে তোমাকে স্বাগত। তোমার আর ভিকির জন্য ভীষণ খুশি হয়েছি।' সঙ্গে জুড়ে দিয়েছেন বেশ কয়েকটি ভালোবাসার ইমোজি। অন্যদিকে মার্কিন মুলুক থেকে ভিকি-ক্যাটরিনাকে একরাশ আদর-ভালোবাসা পাঠালেন প্রিয়াঙ্কা চোপড়া। বলছেন, 'দারুণ খুশি হয়েছি! অসংখ্য শুভেচ্ছা।' ভিকি-ক্যাটরিনার উদ্দেশে সোনম কাপুরের মন্তব্য, ‘তোমরা দুজনেই খুব ভালো। তোমাদের জন্য প্রাণভরা ভালোবাসা রইল।’ হবু বাবা রাজকুমার রাওয়ের মন্তব্য, ‘ভিকি-ক্যাটরিনা এর থেকে অসাধারণ অনুভূতি আর হয় না। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। আর খুদেকে আমার ভালোবাসা।’ এছাড়াও বলিউডের নতুন ‘সেলেব’ মা-বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন অনিল কাপুর, নেহা ধুপিয়া-সহ আরও অনেকে।
