shono
Advertisement
Hrithik Roshan

মাতৃবিয়োগে বিধ্বস্ত সুজান খান, প্রেমিকা সাবাকে নিয়ে প্রাক্তন শাশুড়ির শেষকৃত্যে হৃতিক রোশন

দুঃসময়ে প্রাক্তন স্ত্রীর পাশে হৃতিক।
Published By: Sandipta BhanjaPosted: 05:02 PM Nov 07, 2025Updated: 05:27 PM Nov 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পর্কের সমীকরণ বদলে গেলেও বন্ধুত্বে চিড় ধরেনি, বলিউডে এমন উদাহরণ নেহাত কম নয়। হৃতিক-সুজানও সেই তালিকার ব্যতিক্রম নন। তাই তো দুঃসময়ে প্রাক্তন স্ত্রীকে দূরে ঠেলে দেননি হৃতিক রোশন। শুক্রবার মাতৃবিয়োগ ঘটেছে সুজান খানের। খবর পেয়েই শেষবারের মতো প্রাক্তন শাশুড়িকে শ্রদ্ধা জানাতে পৌঁছে গেলেন হৃতিক। সঙ্গী প্রেমিকা সাবা আজাদ।

Advertisement

শুক্রবারের সকাল বলিউডের জন্য যেমন সুখবর বয়ে এনেছে, তেমনই দুঃসংবাদে জেরবারও করেছে! একদিকে যখন ভিকি-ক্যাটরিনার মা-বাবা হওয়ার খবরে উল্লাস বিনোদুনিয়ায় তখন শোকের ছায়া সুজান খান ও হৃতিক রোশনের পরিবারে। এদিন মুম্বইয়ের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জায়েদ-সুজানের মা জারিন খান। স্বাভাবিকভাবেই মাতৃবিয়োগে কান্নায় ভেঙে পড়েছেন তারকা ভাইবোন। এমতাবস্থায় প্রেমিকা সাবা আজাদকে নিয়ে পরিস্থিতি সামাল দিতে প্রাক্তন শ্বশুরবাড়িতে ছুটে গিয়েছেন হৃতিক রোশন। শেষকৃত্যে সাদা পোশাকে সঞ্জয় খানের বাড়ি থেকে বেরতে দেখা যায় তারকাজুটিকে। পাপারাজ্জিরাও সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি। যে ভিডিও আপাতত নেটভুবনে দাবানল গতিতে ভাইরাল। চর্চায় সুপারস্টার রোশেনর প্রাক্তন-বর্তমান সমীকরণও।

প্রসঙ্গত, হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী এবং বর্তমান প্রেমিকার সখ্যতা দেখে এর আগেও মনে হয়েছে তাঁরা যেন হরিহর আত্মা! জনসমক্ষে তো বটেই এমনকী একে-অপরের প্রশংসায় পঞ্চমুখ বরাবর। কোনও মান-অভিমান নেই। তাই তো প্রাক্তন-বর্তমান সঙ্গীরা সব একছাদের তলায় দিব্যি পার্টি করেন। এর আগে সুজানকে প্রাক্তন স্বামী হৃতিক রোশন এবং বর্তমান প্রেমিক আরসালান গোনিকে নিয়ে জন্মদিন উদযাপন করতেও দেখা গিয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন হৃতিকের প্রেমিকা সাবা আজাদও। ভালোবেসে একে-অপরের ডাক নামও দিয়েছেন। এদিকে হৃতিক-সুজানও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে দুই সন্তানকে বড় করে তুলছেন। এবার প্রাক্তন শাশুড়ি জারিন খানের শেষকৃত্যে প্রেমিকাকে নিয়ে গিয়ে ফের চর্চায় বলিউড সুপারস্টার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শুক্রবার মাতৃবিয়োগ ঘটেছে সুজান খানের।
  • খবর পেয়েই শেষবারের মতো প্রাক্তন শাশুড়িকে শ্রদ্ধা জানাতে পৌঁছে গেলেন হৃতিক।
  • সঙ্গী প্রেমিকা সাবা আজাদ।
Advertisement