shono
Advertisement

Breaking News

Huma Qureshi-Twinkle Khanna

'বিবাহিত বলে অন্যের সঙ্গে সহবাস না করার কী আছে?', টুইঙ্কলের বিতর্কিত মন্তব্যে প্রশ্ন হুমার

তাঁর করা বেশ কিছু বিতর্কিত মন্তব্য ঘিরেও শুরু হয়েছে এই শো থেকেই নানা চর্চা।
Published By: Arani BhattacharyaPosted: 06:41 PM Nov 17, 2025Updated: 08:01 PM Nov 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্দা থেকে দীর্ঘদিন দূরে রয়েছেন তিনি। তবে এই মুহূর্তে টেলিভিশন শোয়ের দৌলতে এখন দর্শকের দরবারে প্রায় রোজই আসছেন তিনি। সঙ্গে দোসর হয়েছেন কাজল। তাঁদের শো 'টু মাচ' এই মুহূর্তে রমরমিয়ে চলছে। তারকাদের বিভিন্ন হাঁড়ির খবর এক্কেবারে সুনিপুণভাবে বাইরে নিয়ে আসেন টুইঙ্কল। সঙ্গে তাঁর করা বেশ কিছু বিতর্কিত মন্তব্য ঘিরেও শুরু হয়েছে এই শো থেকেই নানা চর্চা।

Advertisement

সম্প্রতি, এই শোয়ে এসেছিলেন জাহ্নবী কাপুর এবং করণ জোহর। সেখানেই সম্পর্কে প্রতারণার প্রসঙ্গ ওঠে। আর তা নিয়ে বলতে গিয়ে টুইঙ্কল এবং কাজল বলেন, "শারীরিক প্রতারণার থেকে মানসিক প্রতারণা অনেক বেশি আঘাত করে। শারীরিক প্রতারণা সেভাবে প্রভাব ফেলে না। মানসিক প্রতারণা যতটা প্রভাবিত করে।" আর এই প্রসঙ্গে সহমত জানান করণ জোহরও।

টুইঙ্কল আরও বলেন, "বর্তমান প্রজন্ম যখন আমাদের বয়সে পৌঁছবে তখন তাদেরও মনে হবে আমরা ঠিক।" আর টুইঙ্কলের এই কথাতেই রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন হুমা কুরেশি। হুমা এই মন্তব্যের বিরোধিতা করে বলেন, "প্রতারণা মানে প্রতারণাই। তা মানসিক হোক বা শারীরিক। আমি ভালোবাসার ক্ষেত্রে প্রাচীনপন্থী। আমার কাছে সম্পর্কে থাকা মানে তাঁর সঙ্গেই সবটা নিয়ে থাকা। এর অন্যথা কিছু হয় না ভালোবাসায়। একজনের সঙ্গে থেকে অন্য কারও সঙ্গে শারিরিরক সম্পর্কস্থাপনকে আমি কখনওই সমর্থন করি না।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সম্প্রতি, এই শোয়ে এসেছিলেন জাহ্নবী কাপুর এবং করণ জোহর।
  • সেখানেই সম্পর্কে প্রতারণার প্রসঙ্গ ওঠে।
  • আর তা নিয়ে বলতে গিয়ে টুইঙ্কল এবং কাজল বলেন, "শারীরিক প্রতারণার থেকে মানসিক প্রতারণা অনেক বেশি আঘাত করে।"
Advertisement