সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'উইকি' বলছে বয়স ৫২। তবে বাস্তবে তিনি ষোড়শী। জয়া আহসানের যৌবনের জৌলুসে মুগ্ধ হননি, লিঙ্গ নির্বিশেষে এমন মানুষ খুঁজে পাওয়া দায়! বয়স তাঁর কাছে সংখ্যা মাত্র। আর সেই সংখ্যাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বারবার অনুরাগীদের মুগ্ধ করেছেন অভিনেত্রী। এবার রাজা রবি বর্মার আঁকা চিত্রের অনুপ্রেরণায় ফটোশুট করে রীতিমতো তাক লাগিয়ে দিলেন জয়া আহসান (Jaya Ahsan)।
হলুদ জারদৌসি ব্লাউজ, সঙ্গে বেগুনি সিল্কের শাড়ি। আঁচল সরিয়ে উন্মুক্ত বক্ষবিভাজিকা, উদর। সেকেল গয়নায় জয়া আহসান যেন মোহময়ী। কিংবদন্তী চিত্রকর রাজা রবি বর্মার আঁকা ছবি থেকে অনুপ্রেরণা নিয়েই ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী। কখনও আঁচল আঁকড়ে লাজুক চোখে ক্যামেরায় তাকিয়েছেন, আবার কখনও বা সাহসের সঙ্গে মেলে ধরেছেন তাঁর নারীত্বকে। আর জয়া আহসানের সেই ফটোশুট ঘিরেই তোলপাড় নেটপাড়া। উত্তাল বাংলাদেশ নিয়ে এযাবৎকাল কোনওরকম মন্তব্য করেননি অভিনেত্রী। শুধু তাই নয়, ভারত বিদ্বেষের পদ্মাপারে জয়ার সোশাল মিডিয়াতেও উঁকি দিয়ে কোনও আপডেট পাওয়া যায়নি। তবে এবার তিনি ফিরলেন স্বমহিমায়। অনুরাগীরাও প্রশংসায় পঞ্চমুখ।
তবে বাংলাদেশের একাংশ সম্ভবত জয়ার এই 'স্পর্ধা'য় ক্ষুব্ধ হয়েছেন। অতঃপর নিজের দেশেরই একাংশের রোষানলে পড়তে হল তাঁকে। অনেকে আবার তাঁর সহবৎ-সংস্কৃতি নিয়েও প্রশ্ন তুলে কটাক্ষ করেছেন। দিন কয়েক আগেই ঐতিহ্যশালী জামদানি শাড়িতে মর্ডান টুইস্ট দেওয়ায় জয়ার উপর চটেছিলেন বাংলাদেশীরা। মুম্বইয়ের এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছিলেন জয়া। সেখানে আধুনিকভাবে জামদানি শাড়ি পরে বিতর্কে জড়ান জয়া আহসান। তবে এবার নিন্দুকদের বুড়ো আঙুল দেখিয়ে ভারতের কিংবদন্তী চিত্রকরকে শ্রদ্ধার্ঘ্য জানালেন নতুন ফটোশুটের মাধ্যমে।