shono
Advertisement

Breaking News

June Malia

ফের পর্দায় জুন মালিয়া, কোন ওয়েব সিরিজে দেখা যাবে অভিনেত্রীকে?

সবকিছু সামলে ফের অভিনয়ে ফিরছেন অভিনেত্রী।
Published By: Arani BhattacharyaPosted: 10:26 AM Nov 16, 2025Updated: 10:38 AM Nov 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতির আঙিনা থেকে অভিনয় সবটাই প্রায় সমানতালে চালিয়েছেন তিনি। তবে এই মুহূর্তে পর্দা থেকে বেশ কিছুদিন দূরে রয়েছেন জুন মালিয়া। সদ্য শহরে হওয়া ৩১তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে সঞ্চালকের ভূমিকা পালন করেছেন, এমনকী উৎসবের নানা দায়িত্বও সামলেছেন পুরোদস্তুর। সবকিছু সামলে ফের নাকি অভিনয়ে ফিরছেন অভিনেত্রী। তাঁকে ছোটপর্দা এবং বড়পর্দা দুই জায়গাতেই দেখতে সমানভাবে পছন্দ করেন দর্শক।

Advertisement

এবার শোনা যাচ্ছে, রাজ চক্রবর্তীর 'আবার প্রলয় ২'-এ দেখা যাবে জুনকে। 'অনিমেষ দত্ত'র ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে আগের মতোই অভিনেত্রীকে। খুব শিগগিরি শুটিং শুরু করবেন নাকি জুন। আগামী ২৩ তারিখ থেকেই নাকি শুরু হবে জুনের শুটিং। ইতিমধ্যেই এই সিরিজের শুটিং শুরু হয়েছে। সোশাল মিডিয়ায় তার ঝলক ভাগ করে নিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। নৈহাটি, ব্যারাকপুর, কলকাতা ও ঝাড়খণ্ড-সহ বেশ কিছু জায়গায় রমরমিয়ে চলছে ' আবার প্রলয় ২' সিরিজের শুটিং। শুধু তাই নয় 'অনিমেষ দত্তরূপে শাশ্বত চট্টোপাধ্যায়ের শুটিংয়ের একগুচ্ছ ছবিও ভাগ করে নিয়েছেন রাজ নিজে।

অন্যদিকে, এর আগে 'গাঁটছড়া' ধারাবাহিকে গৌরব চট্টোপাধ্যায়ের মায়ের চরিত্রে দেখা গিয়েছিল জুনকে। ধারাবাহিকে তিনি কবে ফিরছেন সেই নিয়েও জানিয়েছেন সংবাদমাধ্যমকে। অভিনেত্রীর নাকি আগামী জুন মাস থেকে নতুন ধারাবাহিকে কাজ শুরু করার ইচ্ছা রয়েছে বলেই জানিয়েছেন। এখন দেখার নতুন কোন চরিত্রে এবং কোন ধারাবাহিকে দর্শক তাঁকে পাবেন। এখন সবটাই অপেক্ষার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শোনা যাচ্ছে, রাজ চক্রবর্তীর 'আবার প্রলয় ২'-এ দেখা যাবে জুনকে।
  • 'অনিমেষ দত্ত'র ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে আগের মতোই অভিনেত্রীকে।
  • খুব শিগগিরি শুটিং শুরু করবেন নাকি জুন। আগামী ২৩ তারিখ থেকেই নাকি শুরু হবে জুনের শুটিং।
Advertisement