সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমদিবসে প্রেমের জোয়ারে ভাসছেন কবীর সুমন। ভালোবাসার দিনে (Valentines Day) ভালোবাসার মানুষের সঙ্গে আদুরে ছবি পোস্ট করে অকপটে স্বীকার করে নিলেন যে তাঁর মনে আবারও বসন্তের ছোঁয়া লেগেছে। হ্যাঁ, আবারও প্রেমে পড়েছেন কবীর সুমন (Kabir Suman)। প্রেমদিবসে তাঁর সোশাল মিডিয়া পোস্ট অন্তত সেকথাই বলছে।
শুক্রবার সমাজ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন গানওয়ালা। সেখানেই দেখা গেল 'চিরতরুণ শিল্পী'র প্রিয়তমাকে। যাঁর কাঁধে হাত রেখে হাসিমুখে ক্যামেরায় পোজ দিয়েছেন সুমন। প্রেমিকার দিকে মুগ্ধ নয়নে চেয়ে রয়েছেন তিনি। সত্তরোর্ধ্ব শিল্পীর ভ্যালেন্টানস ডের পোস্টে নতুন করে অনুপ্রেরণা খুঁজে পেল অনুরাগীরা। শুভেচ্ছার জোয়ারে ভরে গিয়েছে কমেন্টবক্স। সেখানেই জানা গেল, প্রেমিকার পরিচয়। কমেন্ট বক্সে পালটা সুমনের প্রতি প্রেম উজার করে দিয়েছেন তিনিও। লিখেছেন- 'আমিও তোমায় ভালোবাসি।' ফেসবুক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, তাঁর নাম সৌমী বসু মল্লিক। হাওড়ার বাসিন্দা। ক্যাপশনে কতিপয় শব্দে শিল্পী লিখেছেন শুধু- 'আমাদের ভ্যালেন্টাইন, ২০২৫।' আপাতত সেই পোস্ট দাবানল গতিতে ভাইরাল। অনুরাগীরা প্রেমদিবসের শুভেচ্ছা জানিয়েছেন সুমনকে।
ফাইল ছবি
বয়স যে তাঁর কাছে সংখ্যামাত্র, সেকথা আগেও তিনি বলেছেন। বছর দেড়েক আগেই এক সাক্ষাৎকারে কবীর সুমন কোনওরকম রাখঢাক না করে অকপটে স্বীকার করে নিয়েছিলেন যে, 'পঁচাত্তরেও বিছানায় একইরকমভাবে সক্ষম' তিনি। সেকথা শুনে বহু কানাঘুষোও হয়েছে! বিয়ের সংখ্যাও পাঁচ। বাংলাদেশি শিল্পী সাবিনা ইয়াসমিনের সঙ্গে সুমনের (Kabir Suman) বিচ্ছেদ না হলেও দু দশক ধরে তাঁরা একসঙ্গে থাকেনে না। এবার ২০২৫-এর ভ্যালেন্টাইনের সঙ্গে আলাপ করিয়ে দিলেন কবীর সুমন। যে পোস্টে মজে অনুরাগীরা।