shono
Advertisement
Kajol

'বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি', অজয়ের সঙ্গে দাম্পত্যে অখুশি কাজল? বিতর্ক তুঙ্গে!

দাম্পত্য নিয়ে বিতর্কিত মন্তব্যে কটাক্ষের শিকার কাজল।
Published By: Sandipta BhanjaPosted: 06:57 PM Nov 12, 2025Updated: 06:57 PM Nov 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'বিয়ের সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি', মন্তব্য করে বিতর্কে কাজল। যে বিতর্কিত মন্তব্যের জেরে 'কলঙ্কের ভাগীদার' হলেন টুইঙ্কল খান্নাও! যার জেরে বলিউডের দুই অভিনেত্রীকে নিয়ে গেল গেল রব উঠেছে নেটভুবনে। একাংশের প্রশ্ন, 'কাজল কি নিজের দাম্পত্যের দিকেই ইঙ্গিত করলেন?'

Advertisement

ঠিক কী ঘটেছে? 'টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল' টক শোয়ের এক বিশেষ পর্বে টুইঙ্কল প্রশ্ন ছোড়েন, বৈবাহিক সম্পর্কেরও কি মেয়াদ থাকা উচিত নাকি বিকল্প হিসেবে 'রিনিউয়াল অপশন' থাকা উচিত? এহেন প্রশ্নে মোটেই সায় দেয়নি শোয়ের ওই পর্বের দুই অতিথি ভিকি কৌশল এবং কৃতী শ্যানন! তবে বন্ধু টুইঙ্কলের কথায় সায় দিয়ে কাজল বলেন, হ্যাঁ, সেটা থাকা জরুরি। যদিও টুইঙ্কল পালটা বলেন, 'বিয়েটা তো ওয়াশিং মেশিন নয়।' তবে কাজলও যুক্তিবুদ্ধির মারপ্যাঁচে কম নন! পালটা বলেন, "ঠিক সময়ে ঠিক মানুষকে যে কেউ বিয়ে করবে, তার গ্যারান্টি কী? 'রিনিউয়াল অপশন' খোলা থাকলে ঠিক আছে, তবে দাম্পত্যের 'এক্সপায়ারি ডেট' থাকলে দুজনের কাউকেই ভুগতে হবে না।" আর কাজলের এহেন মন্তব্যেই শোরগোল নেটভুবনে। কারও প্রশ্ন, 'আপনি কি অজয় দেবগনের সঙ্গে অখুশি?' কেউ বা আগের পর্বে পরকীয়া সম্পর্কে কাজল-টুইঙ্কলের মতামতের কথা উল্লেখ করে খোঁচা দিলেন। তাঁদের কথায়, 'এর আগে বললেন, স্বামীদের বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্কে আপত্তি নেই। ছোটখাট ভুল বলে সেসব এড়ানো যায়...! এবার আবার দাম্পত্যের মেয়াদ থাকার কথা উল্লেখ করলেন। কাজল, আপনি কি বিবাহিত জীবনে সুখী নন?' এহেন নানা কটাক্ষবাণের ছড়াছড়ি।

প্রসঙ্গত, মাসখানেক আগে কাজল-টুইঙ্কল খান্না বলিউড সেলেবদের নিয়ে নতুন টক শো শুরু করেছেন। সেই প্রেক্ষিতে দেখতে গেলে, কাজলের হাত ধরে কেরিয়ারে নতুন ইনিংস শুরু করেছেন অক্ষয়পত্নী তথা লেখিকা! বন্ধুদের আড্ডা হোক কিংবা বলিউডের হাইপ্রোফাইল পার্টি, বাকিরা সাধারণত এই দুই অভিনেত্রীকে এড়িয়েই চলেন। কারণ, রসিকতার ছলে বেফাঁস মন্তব্য করে বিপক্ষকে নাস্তানাবুদ করতে কাজল-টুইঙ্কলের জুড়ি মেলা ভার। বিতর্ক এড়াতে তাই অনেকেই তাঁদের মুখোমুখি হন না! তবে তাঁদের নতুন টক শো 'টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল'-এ ছাড় পাচ্ছেন না কোনও বলিউড তারকাই। এবার দাম্পত্য নিয়ে বেফাঁস মন্তব্য করে নিজেরাই বিতর্কে জড়ালেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'বিয়ের সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি', মন্তব্য করে বিতর্কে কাজল।
  • আর সেই বিতর্কিত মন্তব্যের জেরে 'কলঙ্কের ভাগীদার' হলেন টুইঙ্কল খান্নাও!
  • একাংশের প্রশ্ন, 'কাজল কি নিজের দাম্পত্যের দিকেই ইঙ্গিত করলেন?'
Advertisement