shono
Advertisement
Kajol Farah Khan

বলিউড থেকে হারিয়ে গিয়েছেন ফারহা খান! কাজলের 'অপমানে'র মোক্ষম জবাব দিলেন পরিচালক

ফারহা খানকে কাজ নিয়ে খোঁটা! 'বদমেজাজি' কাজলকে কোন পাঠ পড়ালেন 'ম্যায় হুঁ না' পরিচালক?
Published By: Sandipta BhanjaPosted: 01:56 PM Nov 08, 2025Updated: 01:56 PM Nov 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পয়লা দিন থেকেই চর্চার শিরোনামে কাজল-টুইঙ্কলের টক শো। কফি কাউচে বসে সেলেবদের হাড়ির খবর বের করতে দুই নায়িকার জুড়ি মেলা ভার! তাঁদের হাত থেকে ছাড় পাননি দুই সুপারস্টার খানও। এবার ফারহা খানকে কাজ নিয়ে প্রশ্ন করে নিজেরাই জবাব-বাণে বিদ্ধ কাজল-টুইঙ্কল।

Advertisement

'টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল' টক শোয়ের এক পর্বে সম্প্রতি অতিথি হিসেবে হাজির ছিলেন ফারহা খান ও অনন্যা পাণ্ডে। সেখানেই বলিউডের নামজাদা পরিচালক তথা কোরিওগ্রাফার ফারহাকে কথোপকথনের মাঝে কাজল বলে বসেন, "আজও বলিউডে তুমি প্রাসঙ্গিক ফারহা, অন্তত তুমি নিজে সেটাই বিশ্বাস করো।" কাজলের এহেন মন্তব্য এবং অভিব্যক্তি মোটেই পছন্দ হয়নি নেটবাসিন্দাদের। তাঁদের দাবি, 'ম্যায় হুঁ না', 'ওম শান্তি ওম'-এর মতো ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়া পরিচালককে অপমান করেছেন কাজল। যদিও ছেড়ে কথা বলেননি ফারহাও। ওই পর্বেই কাজলের বিদ্রুপবাণের যথাযোগ্য উত্তর দেন ফারহা খান। যা কিনা আপাতত নেটভুবনে চর্চার শিরোনামে।

পালটা দিয়ে ফারহা বলেন, "কাজল দেখো, শব্দটা প্রথমত আমার পছন্দ হয়নি। দ্বিতীয়ত আমার মনে হয়, প্রতিটি মানুষই কোনও না কোনওভাবে প্রাসঙ্গিক। আর সেটা কাজ না করলেও।" পরিচালকের মেজাজের আভাস পেয়ে ড্যামেজ কন্ট্রোলে নামেন কাজলও। পালটা বোঝানোর চেষ্টা করলেও ফারহা খান তাঁর মন্তব্যে অনড় থেকে বলেন, "আমি সবসময় অনুভব করি, আমি আমার সন্তানদের কাছে, স্বামীর কাছে, মায়ের কাছে সবসময়ে প্রাসঙ্গিক। আর তোমার ব্যবহার করা শব্দটায় আমার আপত্তি আছে। কারণ যাঁরা কাজ করেন না, এটা তাঁদের জন্য অবমাননাকর।" ফারহা খানের এহেন মন্তব্যে নেটভুবনে হাততালির রোল। কারও মন্তব্য, 'বদমেজাজি কাজলের জন্য এটা যোগ্য জবাব।' কেউ বা বললেন, 'এটাকেই বলে ভদ্র ভাষায় মুখে ঝামা ঘঁষে দেওয়া।'

বন্ধুদের আড্ডা হোক কিংবা বলিউডের হাইপ্রোফাইল পার্টি, বাকিরা সাধারণত এই দুই অভিনেত্রীকে এড়িয়েই চলেন। কারণ, রসিকতার ছলে বেফাঁস মন্তব্য করে বিপক্ষকে নাস্তানাবুদ করতে কাজল-টুইঙ্কলের জুড়ি মেলা ভার। বিতর্ক এড়াতে তাই অনেকেই তাঁদের মুখোমুখি হন না! তবে সদ্য আমাজন প্রাইম প্ল্যাটফর্মে শুরু করা তাঁদের নতুন টক শো 'টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল'-এ ছাড় পাচ্ছেন না কোনও বলিউড তারকাই। এবার কাজ নিয়ে পরোক্ষভাবে খোঁটা দেওয়ায় ফারহা খানের মোক্ষম জবাবের মুখোমুখি কাজল-টুইঙ্কল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফারহা খানকে কাজ নিয়ে প্রশ্ন করে নিজেরাই জবাব-বাণে বিদ্ধ কাজল-টুইঙ্কল।
  • কাজলের বিদ্রুপবাণের যথাযোগ্য উত্তর দেন ফারহা খান। যা কিনা আপাতত নেটভুবনে চর্চার শিরোনামে।
Advertisement