সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজন দায়িত্ববান নাগরিক তিনি। আবার জনপ্রতিনিধি। সেই কঙ্গনাই নাকি দায়িত্বজ্ঞানহীনের মতো রাস্তা নোংরা করছেন। সম্প্রতি এমন কথাই রটে যায় সর্বত্র। তা নিয়ে একহাতও নেন অনেকে। কীভাবে এমন কাজ করতে পারলেন তারকা সাংসদ, নানা মহলে সে প্রশ্ন উঠতে থাকে। অবশেষে আসরে নামলেন কঙ্গনা। ছবি-সহ প্রমাণ শেয়ার করে গর্জে উঠলেন 'ক্যুইন'।
ইনস্টাগ্রাম স্টোরিতে সম্প্রতি একটি ছবি শেয়ার করেন কঙ্গনা। তাতে দেখা গিয়েছে, একটি টিকিয়া স্টলের সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি। তাঁর হাতে খাবার। তাড়িয়ে তাড়িয়ে যে সেই খাবার উপভোগ করছেন, তা-ও ছবিতে বেশ স্পষ্ট। দোকানের সামনেই রাখা ডাস্টবিন। যা কঙ্গনার পায়ের সামনেই রয়েছে। তারকা সাংসদের দাবি, খাওয়াদাওয়ার পর ওই ডাস্টবিনে প্লেট ফেলে দিয়েছেন। ওই ছবি শেয়ার করে তিনি লেখেন, "প্রচারিত খবরে যে তথ্য দেওয়া হয়েছে, তা সকলকে ভুল পথে চালিত করেছে। সম্পূর্ণ ভুল খবর। ইচ্ছাকৃতভাবে ভুল প্রচার ছাড়া আর কিছুই নয়। খবর প্রকাশের আগে তথ্য যাচাই করুন।"
কঙ্গনা রানাউতের ইনস্টাগ্রাম স্টোরি
কঙ্গনার অভিনেত্রী সত্ত্বায় মুগ্ধ দর্শকরা। 'গ্যাংস্টার' থেকে 'ফ্যাশন' কিংবা 'রাজ ২'তে নিজেকে প্রমাণ করেছেন। অভিনেত্রী হিসাবে পায়ের তলা মাটি শক্ত করার পর রাজনীতির আঙিনায় পা রাখা। চব্বিশের লোকসভা নির্বাচনে রাজনীতিতে হাতেখড়ি। অভিষেকেই মেলে সাংসদ পদ। মাণ্ডি থেকে প্রায় ৭৫ হাজার ভোটে জেতেন তিনি। কঙ্গনা আপাতত তাঁর হলিউড ডেবিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ভুতুড়ে ছবি 'ব্লেসড বি দ্য ইভিল'-এ মুখ্য চরিত্রে অভিনয় করবেন তিনি। কেউ কেউ বলেন, বিতর্ক এবং কঙ্গনা রানাউত যেন একে-অপরের সমার্থক। বরাবর বেফাঁস মন্তব্য বা পোস্টের জেরে চর্চার শিরোনামে বিরাজ করেছেন অভিনেত্রী। সে বলিউডের ময়দান হোক কিংবা রাজনৈতিক ইস্যু, সবেতেই ‘রণং দেহি’ সাংসদ-নায়িকা। এবারও স্বাভাবিকভাবেই তাঁর সপাট জবাবে নিমেষে মুখ বন্ধ হয়ে গিয়েছে নিন্দুকদের।
