সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খলিস্তানিদের তাণ্ডবের জেরে ব্রিটেনের একাধিক শহরে 'এমার্জেন্সি'র (Emergency) প্রদর্শন বন্ধ। সেই ইস্যুতেই এবার সরব ব্রিটিশ সাংসদ বব ব্ল্যাকম্যান। খালিস্তানিদের সমালোচনা করে বাকস্বাধীনতায় হস্তক্ষেপ করার জন্য কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) হয়ে সওয়াল করেছেন তিনি। সেই প্রেক্ষিতেই ভারতের নেতা-মন্ত্রীদের মৌনব্রত নিয়ে প্রশ্ন ছুড়লেন কঙ্গনা।
সম্প্রতি 'এমার্জেন্সি'র শো চলাকালীন লন্ডনের সিনেমা হলে তাণ্ডব চালায় খলিস্তানিরা। জানা গিয়েছে, রবিবার রাতে লন্ডনের হ্যারো ভ্যু হলে 'এমার্জেন্সি' (Emergency) দেখানো হচ্ছিল। দর্শকদের অধিকাংশই ছিলেন প্রবাসী ভারতীয়। সিনেমা শুরু হওয়ার ৪০ মিনিট পরে আচমকাই প্রেক্ষাগৃহে ঢুকে তাণ্ডব শুরু করে দেয় খলিস্তানিরা। মুখোশ পরা কয়েকজন হলের গর্ভগৃহে ভারতবিরোধী স্লোগান দেওয়া শুরু করে। দর্শকদের মধ্যে শিখ দাঙ্গার লিফলেট বিলি করে তারা। অধিকাংশই চিৎকার করে বলতে থাকে, 'ভারত নিপাত যাক।' প্রত্যক্ষদর্শীদের কথায়, "প্রচুর সংখ্যক লোক ঢুকে পড়েছিল প্রেক্ষাগৃহে।" ১০ মিনিটের মধ্যে হলে পুলিশ পৌঁছে যায়। দর্শকদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয় হলের বাইরে। কিন্তু তাণ্ডবকারীদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশের তরফে যুক্তি, প্রতিবাদ করার অধিকার রয়েছে সকলেরই। যেহেতু কেউই আহত হননি তাই কাউকে গ্রেপ্তার করা হয়নি। তড়িঘড়ি সিনেমার শো বন্ধ করে দেওয়া হয়।
এদিকে লন্ডনে এমন ঘটনার পরে ব্রিটেনের তিনটি শহরে এমার্জেন্সির শো বাতিল করা হয়েছে। জানা গিয়েছে, কঙ্গনা রানাউত (Kangana Ranaut) অভিনীত ছবিটি হলে দেখানোর সময়ে গোটা ব্রিটেনজুড়েই তাণ্ডব চালানোর পরিকল্পনা ছিল শিখদের। তার জেরেই বার্মিংহাম, উলভারহ্যাম্পটন এবং ওয়েস্ট লন্ডনে বন্ধ রাখা হয় সিনেমার শো। সেই ইস্যুতেই সরব হয়ে ব্রিটিশ সাংসদের মন্তব্য, "খলিস্তানপন্থীরা সিনেমাহলে আমার সংসদীয় এলাকায় 'এমার্জেন্সি'র প্রদর্শন বন্ধ হওয়ার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম। বড় রকমের দুর্ঘটনা ঘটার ভয়ে বেশ কিছু প্রেক্ষাগৃহ থেকে ছবিটি তুলে নেওয়া হয়েছে। যে বা যারা বাকস্বাধীনতা রোধ করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করা দরকার।" বব ব্ল্যাকম্যানের সেই মন্তব্য শেয়ার করে কঙ্গনা ভারতের রাজনীতিক, নারীবাদীদের বিঁধলেন। এক্স হ্যান্ডেলে সাংসদ-অভিনেত্রী লিখেছেন, "আমার বাকস্বাধীনতা রক্ষার স্বার্থে একজন ব্রিটিশ সাংসদ সরব হলেন, কিন্তু আমাদের ভারতীয় নেতা-মন্ত্রী, নারীবাদীরা চুপ।"
বহু বিতর্ক পেরিয়ে গত ১৯ জানুয়ারি মুক্তি পেয়েছে কঙ্গনা রানাউতের 'এমার্জেন্সি'। তবে মুক্তির আলো দেখলেও শান্তি নেই! একের পর এক বিতর্ক সঙ্গী হয়েছে সাংসদ-অভিনেত্রীর। বিশেষত, এই ছবি নিয়ে আপত্তি তুলেছে শিখ সম্প্রদায়ের একাংশ। উল্লেখ্য, ভারতজুড়ে 'এমার্জেন্সি' মুক্তি পেলেও পাঞ্জাবের বেশ কিছু অংশে দেখানো হচ্ছে না এমার্জেন্সি। এর মধ্যে পাতিয়ালা, অমৃতসর, ভাটিন্ডার মতো শহর রয়েছে। যদিও বিষয়টি মোটেই ভালোভাবে নেননি কঙ্গনা।