সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের কানাডায় কমেডিয়ান কপিল শর্মার ক্যাফেতে চলল গুলি। ঘটনার পরই দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। সূত্রের খবর, ক্যাফের বাইরে অন্তত তিন রাউন্ড গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যা দেখে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন কপিল অনুরাগীরা।
প্রথমবার জুলাই মাসে হামলা হয়েছিল। জানা গিয়েছিল, বব্বর খালসা ইন্টারন্যাশনাল জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত লাড্ডি গ্যাং-ই এদিন হামলা চালিয়েছিল সেসময়ে। সেই ক্ষত সামলে গত আগস্ট মাসে কানাডায় নতুন করে পথচলা শুরু করে কপিল শর্মার ক্যাফে। কিন্তু ফের উদ্বোধনের কয়েকদিনের মাথাতেই তাঁর ক্যাফেতে বন্দুকবাজরা হামলা চালায়। এরপর আবারও টার্গেট করা হয় তাঁর ক্যাফেকে। আর এই নিয়ে মোট তৃতীয়বার কপিল শর্মার ক্যাফে লক্ষ্য করে গুলি চলল। তবে এবার ঘটনার দায় স্বীকার করেছে বিষ্ণোই গ্য়াং। যদিও এখনও পর্যন্ত কোনওরকম ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
গত আগস্ট মাসে কানাডায় কপিল শর্মার সদ্য উদ্বোধন হওয়া বিলাসবহুল ক্যাফেতে হামলা চালিয়েছিল খলিস্তানিরা। কয়েক রাউন্ড গুলিতে ঝাঁজরা করে দেওয়া হয় রেস্তরাঁর কাচের সব দেওয়াল। এমনকী পরবর্তী হামলা মুম্বইতে হবে বলেও সেসময়ে শাসানি দিয়েছিল বিষ্ণোই গ্যাং। দুই নিষিদ্ধ গোষ্ঠীর অভিযোগ অবশ্য ভিন্ন! তবে টার্গেট এক- কপিল শর্মা। তার মাস ঘুরতে না ঘুরতেই এবার ফের একবার কপিলের কানাডার ক্যাফেতে গুলি চলল। সোশাল মিডিয়ায় এক ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে ঘটনার দায় স্বীকার করেছে বিষ্ণোই গ্যাংয়ের দুই সদস্য গোল্ডি ধিলোঁ এবং কুলবীর সিধু। সূত্রের খবর, স্থানীয় পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।
