সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৩ সালে মুক্তি পেয়েছিল 'রঞ্ঝনা'। সেই ছবি আজও দর্শকের পছন্দের তালিকায়। তবে বেশ কিছুদিন ধরেই এই ছবি উঠে এসেছে চর্চায়। তার কারণ ফের বড় পর্দায় এই ছবি মুক্তি । তবে তা খানিকটা অন্যভাবে। এআই'র সাহায্যে এই ছবি ফের বড়পর্দায় আসতেই এই ছবিতে দর্শকের পছন্দের সেই ক্লাইম্যাক্সে দেখা যায় আমূল পরিবর্তন। দেখা গিয়েছিল ছবির শেষে ধনুষ অভিনীত চরিত্র কুন্দন মারা যাচ্ছে না, সে বেঁচে উঠছে! যা দেখে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন ধনুষ। ব্যাপারটা একেবারেই মানতে পারেননি ছবিটির অনুরাগীরাও। এবার এই নিয়ে মুখ খুললেন করণ জোহর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে করণ বলেন, "এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এই অনভিপ্রেত ঘটনা সত্যিই মেনে নেওয়া যায় না। পরিচালকের মত ছাড়া তাঁর ছবিতে এভাবে কাটাছেঁড়াও করা যায় না। যদিও একজন প্রযোজকের সেই ছবিতে একশো শতাংশ বিনিয়োগ করার ফলে সম্পূর্ণ অধিকার থাকে যা ইচ্ছে সেভাবেই ছবিকে তুলে ধরতে। কিন্তু নৈতিকতা বলেও একটা বিষয় থাকে। আমি নিজেও একজন প্রযোজক। কিন্তু সবকিছুর শেষে আমি যে কোনও ছবিতে যা খুশি করতে পারি না। আমি অবশ্যই সেরকম হলে আমার সেই ছবির পরিচালকের সঙ্গে কথা বলি। আলোচনা করি। সুতরাং, আপনার মধ্যে যদি নুন্যতম নৈতিকতা না থাকে। একটা ছবিতে হঠাৎ করেই পরিবর্তন করার আগে যদি আপনি সেই ছবির পরিচালকের সঙ্গে আলোচনা না করেন তাহলে তা তাহলে বলতে হয় তা একেবারেই ঠিক নয়।"
একইসঙ্গে করণ আরও বলেন, "প্রযোজকের উচিত ছিল অবশ্যই এই ভাবে ছবি মুক্তি দেওয়ার আগে পরিচালক আনন্দ এল রাইয়ের সঙ্গে কথা বলা। এমনকি ছবিতে যাঁরা অভিনয় করেছিলেন তাঁদের প্রত্যেকের সঙ্গেই কথা বলা উচিত ছিল। আর তার থেকেও বড় কথা এইভাবে ছবিটি মুক্তি দিয়ে, তার ক্লাইম্যাক্স দৃশ্যে এভাবে পরিবর্তন এনে নতুন কী হল? এর বিশেষত্ব কী? এটা কী মানুষের মনে সেভাবে ছাপ ফেলতে পারল? পারল না। তাহলে কি লাভ হল এরকম পরিবর্তন করে? এআই শুধুমাত্র সেসব ক্ষেত্রেই ব্যবহার করা উচিত যেখানে প্রয়োজন। সবক্ষেত্রে নয়।"
