shono
Advertisement
Kareena Kapoor Khan

'এক্ষুণি থামান, আপনাদের মন বলে কিছু নেই!', সন্তানদের উপর নজরদারিতে রেগে কাঁই করিনা

সইফের উপর হামলার পরও বাড়িতে নজরদারি! ক্ষুব্ধ বেবো।
Published By: Sandipta BhanjaPosted: 07:46 PM Jan 20, 2025Updated: 07:46 PM Jan 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সইফ আলি খানের (Saif Ali Khan) উপর হামলার পর পতৌদিদের বান্দ্রার বাংলো সৎগুরু শরণের উপর পাপারাজ্জিদের নজরদারি আরও বেড়েছে। শুধু সইফ-করিনা নন, তাঁদের দুই সন্তান জেহ, তৈমুরারও বরাবরই ফটোশিকারিদের লেন্সের তাকে থাকে। দুষ্কৃতী হামলার পর তা আরও বেড়েছে। বাবা সইফ যখন হাসপাতালে, দুই সন্তানকে আগলে করিনা (Kareena Kapoor)। তাদের শান্ত করতে খেলনা অর্ডার করেছিলেন। আর সেই মুহূর্তই ক্যামেরাবন্দি করে কেউ সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেন। যা দেখে মেজাজ হারালেন নবাব বেগম।

Advertisement

কোনওরকম রেয়াত না করেই সেই ভিডিওর স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, 'এক্ষুণি বন্ধু করুন এসব। আপনাদের মন বলে কি কিছুই নেই? দয়া করে আমাদের একা থাকতে দিন একটু।' নিজের অন্দরমহলেই সইফের উপর হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। জানা গিয়েছে, ওই হামলাকারী জেহ, তৈমুরের (Jeh, Taimur) ঘরেই ঘাপটি মেরে বসেছিলেন। দুই সন্তানকে বাঁচাতে গিয়েই দুষ্কৃতির ছুরিকাঘাতে জখম হন সইফ। ঘটনার জেরে করিনা এতটাই ভীত, সন্ত্রস্ত ছিলেন যে দিদি করিশ্মা কাপুর সেটা দেখে নিজের বাড়িতে নিয়ে যান বোন এবং তাঁর দুই সন্তানকে। সেখানেই বলিউড সেলেবরা গিয়ে বেবোর সঙ্গে দেখা করে আসেন। তবে শনিবারই বেবো জেহ, তৈমুরকে নিয়ে 'সৎগুরু শরণে' ফিরেছেন। অতঃপর এমতাবস্থায় সন্তানদের নিরাপত্তা নিয়ে যে মা হিসেবে তাঁর মধ্যে আলাদা উদ্বেগ থাকবে, সেটাই স্বাভাবিক।

করিনা তাঁর বয়ানেও জানিয়েছেন, "হামলাকারী মারাত্মক হিংস্র। সইফের উপর ঝাঁপিয়ে পড়ে এলোপাথাড়িভাবে একের পর এক কোপ মেরে যাচ্ছিল সে। তখন আমাদের একমাত্র লক্ষ্য ছিল, সইফকে যত দ্রুত সম্ভবত হাসপাতালে নিয়ে যাওয়া। জেহ তখন ভয়ে থরথর করে কাঁপছে। সইফ দুই সন্তান তৈমুর আর জেহকে বাঁচাতে ঝাঁপিয়ে গিয়েছিল। ওই আক্রমণকারী যখন জেহ অবধি পৌঁছতে পারেনি, লক্ষ্যভ্রষ্ট হওয়ার রাগে সইফের উপর এলোপাথারিভাবে ছুরি চালিয়ে দেয়।" ঘটনার পর শুক্রবার সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে মূলত অনুরাগী এবং পাপারাৎজিদের কাছে ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ না করার অনুরোধ জানান। তিনি লেখেন, ‘আপনাদের বাড়তি উদ্বেগ আমার পরিবারের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। দয়া করে আমাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন। আজকের দিনটা আমাদের কাছে প্রচণ্ড চ্যালেঞ্জিং ছিল। এখনও গোটা ঘটনার রেশ বোঝার চেষ্টা করে চলেছি।’ বারবার অনুরোধ সত্ত্বেও পাপারাজ্জিদের এহেন আচরণে ক্ষুব্ধ করিনা কাপুর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভিডিওর স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, 'এক্ষুণি বন্ধু করুন এসব। আপনাদের মন বলে কি কিছুই নেই?'
  • নিজের অন্দরমহলেই সইফের উপর হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে।
  • শনিবারই বেবো জেহ, তৈমুরকে নিয়ে 'সৎগুরু শরণে' ফিরেছেন। সন্তানদের নিরাপত্তা নিয়ে যে মা হিসেবে তাঁর মধ্যে উদ্বেগ থাকবে, স্বাভাবিক।
Advertisement