সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যাটরিনা কাইফের সঙ্গে রণবীর কাপুরের প্রেমকাহিনি কারও অজানা নয়। কেরিয়ারের শুরুর দিকেই সম্পর্কে জড়িয়েছিলেন বলিউডের দুই তারকা। কিন্তু সেই সম্পর্ক টেকেনি। আজ আলিয়া ভাটকে নিয়ে সুখের ঘরকন্না রণবীরের। একেবারে দায়িত্ববান বাবা হয়ে উঠেছেন তিনি এই ক'দিনেই। অন্যদিকে ভিকি কৌশলের ঘরনি ক্যাটরিনা কাইফ। কিন্তু তাঁদের সেই প্রেমের গুঞ্জন আজও কান পাতলে শোনা যায় টিনসেল টাউনে। সম্প্রতি ইউটিউবে এক সাক্ষাৎকারে বর্ষীয়ান সাংবাদিক পূজা সামন্ত স্মৃতিমন্থন করলেন সেই দিনগুলোর। জানালেন ব্রেক আপের পরে কতটা ভেঙে পড়েছিলেন ক্যাটরিনা।
জাহরা জানির ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিতে এসেছিলেন তিনি। আর সেখানেই ক্যাটরিনা-রণবীরের সম্পর্ক শেষ হওয়া প্রসঙ্গে তাঁকে বলতে শোনা গিয়েছে, ''আমরা যশরাজ স্টুডিওয় গিয়েছিলাম ক্যাটরিনার সাক্ষাৎকার নিতে। উনি কেবলই কাঁদছিলেন। একেবারে ভেঙে পড়া কান্না। বলছিলেন, একটা ভুল করে ফেলেছি আর এবার নিজের কাজ হারানোর জন্য আমিই দায়ী থাকব।'' পূজা জানিয়েছেন, সেদিন ক্যাটরিনা ভয় পেয়েছিলেন কেরিয়ার শেষ হয়ে যাওয়ার। তাঁর মত ছিল, রণবীরের প্রেমে পড়লেও ব্যাপারটা বেশি দূর গড়াতে পারেনি। এরপর তাঁদের ছাড়াছাড়িও হয়ে যায়। কিন্তু এর ধাক্কায় কেরিয়ারই না শেষ হয়ে যায়, এই আশঙ্কা চিন্তায় রেখেছিল ক্যাটরিনাকে। সেই সঙ্গে পূজা জানিয়েছেন, রণবীরের সঙ্গে সম্পর্কে থাকার সময়ও ক্যাটরিনার ভয় ছিল, হয়তো কাপুর পরিবারের গৃহবধূ হলে অভিনয় ছেড়ে দিতে হবে তাঁকে। পূজার কথায়, ''এখন সব পালটে গিয়েছে। উনি বহু ছবিতে কাজ করেছেন।''
২০২১ সালের ডিসেম্বরে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ক্যাটরিনা। গত মাসেই তাঁদের সংসার আলো করে এসেছে সন্তান। অন্যদিকে রণবীর-আলিয়ার সংসারে এসেছে রাহা। কিন্তু ক্যাটরিনা-রণবীরের প্রেম নিয়ে চর্চা আজও রয়ে গিয়েছে। আমির খানের মেয়ের বিয়েতে রণবীর ও ক্যাটরিনার পোশাকের রং মিলে গেলে সেই নিয়ে হইচই পড়ে গিয়েছিল। যা বুঝিয়ে দিয়েছিল বলিউডের সবচেয়ে চর্চিত সম্পর্কগুলির একটি হয়েই থেকে যাবে তাঁদের 'আজব প্রেম কি গজব কাহানি'।
