shono
Advertisement
Katy Perry-Justin Trudeau

ইনস্টায় ঘনিষ্ঠ মুহূর্ত শেয়ার! কেটি পেরি ও জাস্টিন ট্রুডোর সম্পর্ক এবার 'অফিসিয়াল'

গত জুলাইয়ে ট্রুডো-কেটির একসঙ্গে নৈশভোজই প্রথম গুঞ্জন তৈরি করে তাঁদের সম্পর্ক নিয়ে।
Published By: Biswadip DeyPosted: 10:18 AM Dec 07, 2025Updated: 10:18 AM Dec 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও পপ তারকা কেটি পেরি। অবশেষে তাঁরা প্রকাশ্যে জানিয়ে দিলেন তাঁদের সম্পর্কের কথা। শনিবার কেটি ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি ও ভিডিও শেয়ার করেছেন। জাপান সফরে তাঁদের একান্ত ব্যক্তিগত মুহূর্তের সেই সব 'স্মারক'-ই 'অফিসিয়াল' করে তুলল তাঁদের সম্পর্ককে।

Advertisement

যে সব ছবি শেয়ার করেছেন কেটি, তার একটিতে রোম্যান্টিক পোজ দিতে দেখা গিয়েছে দু'জনকে। পরস্পরের গালে গাল ঠেকিয়ে তোলা ছবি পরিষ্কার করে দিচ্ছে সম্পর্কের উষ্ণতা। ভিডিওগুলিতে তাঁদের একসঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে। কেটি লিখেছেন, 'টোকিও টাইমস অন ট্যুর অ্যান্ড মোর'।

প্রসঙ্গত, গত জুলাই মাসে ট্রুডো-কেটিকে একসঙ্গে নৈশভোজে যেতে দেখা গিয়েছিল। তখন থেকেই প্রেমের জল্পনার শুরুয়াৎ। উল্লেখ্য, বছরদুয়েক আগে দীর্ঘ দাম্পত্যজীবনে দাঁড়ি টেনেছেন ট্রুডো। ১৮ বছরের দাম্পত্যের পর স্ত্রী সোফিকে ডিভোর্স দেন। তাঁদের তিন সন্তানও রয়েছে। অন্যদিকে দীর্ঘদিন ধরে অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে সম্পর্কে ছিলেন কেটি পেরি। একটি কন্যা রয়েছে তাঁদের। চলতি বছরের জুন মাসে কেটি-অরল্যান্ডোর বিচ্ছেদ হয়। তারপরেই জুলাই মাসে কানাডার মন্ট্রিয়লের এক রেস্তরাঁয় ডিনার সারতে দেখা যায় জাস্টিন-কেটিকে। এবার জাপানের প্রাক্তন রাষ্ট্রপ্রধানের বাড়িতে জুটিতে ধরা দিয়েছিলেন তাঁরা।

সেই মুহূর্ত শেয়ার করে সোশাল মিডিয়ায় কিশিদা লেখেন, 'সঙ্গী কেটি পেরিকে নিয়ে জাপানে এসেছেন কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী ট্রুডো। আমাদের সঙ্গে নৈশভোজও সারেন তাঁরা।' পালটা কিশিদাকে ধন্যবাদ জানিয়ে ট্রুডো লিখেছেন, 'ইউকো আর তোমার সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ পেয়ে খুব ভালো লাগল কিশিদা। আমাদের বন্ধুত্ব অটুট রাখার জন্য ধন্যবাদ ফুমিও।' পালটা কিশিদাও লেখেন, 'ধন্যবাদ, তুমি আর কেটি ভালো করে ছুটি কাটাও।' কিশিদার শেয়ার করা ছবিতে দেখা যায় দুই প্রাক্তন রাষ্ট্রপ্রধানের সঙ্গে তাঁদের সঙ্গীকে। একফ্রেমে কিশিদা ও তাঁর স্ত্রী ইউকো। পাশেই ট্রুডোর পিঠে হাত দিয়ে ক্যামেরায় পোজ দিয়েছেন কেটি পেরি। আর সেই ছবি ঘিরে তুঙ্গে ওঠে গুঞ্জন। যদিও ট্রুডো কিংবা কেটি পেরি নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি তখন। কিন্তু এবার ইনস্টাগ্রামের পোস্ট সব কিছু 'জলবৎ তরলম' করে তুলল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও পপ তারকা কেটি পেরি। অবশেষে তাঁরা প্রকাশ্যে জানিয়ে দিলেন তাঁদের সম্পর্কের কথা।
  • শনিবার কেটি ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি ও ভিডিও শেয়ার করেছেন।
  • জাপান সফরে তাঁদের একান্ত ব্যক্তিগত মুহূর্তের সেই সব 'স্মারক'-ই 'অফিসিয়াল' করে তুলল তাঁদের সম্পর্ককে।
Advertisement