shono
Advertisement
emergency movie

'এমার্জেন্সি' শোয়ে খলিস্তানি তাণ্ডব! ইংল্যান্ডের ৩ শহরে বন্ধ কঙ্গনার ছবি

'শিখবিহীন ভারতবর্ষ গড়ে তোলার প্রোপাগান্ডা ছড়াচ্ছে এমার্জেন্সি', দাবি শিখদের।
Published By: Anwesha AdhikaryPosted: 02:32 PM Jan 21, 2025Updated: 03:27 PM Jan 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমার্জেন্সির শো চলাকালীন লন্ডনের সিনেমা হলে তাণ্ডব চালাল খলিস্তানিরা। জানা গিয়েছে, রবিবার রাতে হ্যারো ভ্যু সিনেমা হলে দেখানো হচ্ছিল এমার্জেন্সি। সেই সময়েই ভারতবিরোধী স্লোগান দিয়ে হলে ঢুকে পড়ে খলিস্তানিরা। এহেন ঘটনা যেন আর না ঘটে, সেজন্য তিনটি শহরে এমার্জেন্সির শো বন্ধ রেখেছে প্রশাসন।

Advertisement

জানা গিয়েছে, রবিবার রাতে লন্ডনের হ্যারো ভ্যু হলে এমার্জেন্সি (Emergency) দেখানো হচ্ছিল। দর্শকদের অধিকাংশই ছিলেন প্রবাসী ভারতীয়। সিনেমা শুরু হওয়ার মিনিট ৪০ পরে আচমকাই হলে ঢুকে পড়ে তাণ্ডব শুরু করে খলিস্তানিরা। মুখোশ পরা কয়েকজন মিলে হলের মধ্যে ভারতবিরোধী স্লোগান দিতে থাকেন। দর্শকদের মধ্যে শিখ দাঙ্গার লিফলেট বিলি করেন। অধিকাংশই চিৎকার করে বলতে থাকেন, 'ভারত নিপাত যাক।' প্রত্যক্ষদর্শীদের কথায়, প্রচুর সংখ্যক লোক ঢুকে এসেছিল হলে।

১০ মিনিটের মধ্যে হলে পুলিশ পৌঁছে যায়। দর্শকদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয় হলের বাইরে। কিন্তু তাণ্ডবকারীদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশের তরফে যুক্তি, প্রতিবাদ করার অধিকার রয়েছে সকলেরই। যেহেতু কেউই আহত হননি তাই কাউকে গ্রেপ্তার করা হয়নি। তড়িঘড়ি সিনেমার শো বন্ধ করে দেওয়া হয়। ব্রিটেননিবাসী শিখ নেতা জসবীর সিং বলেন, "শিখবিহীন ভারতবর্ষ গড়ে তোলার প্রোপাগান্ডা ছড়াচ্ছে এমার্জেন্সি।"

লন্ডনে এমন ঘটনার পরে ব্রিটেনের তিনটি শহরে এমার্জেন্সির শো বাতিল করা হয়েছে। জানা গিয়েছে, কঙ্গনা রানাউত (Kangana Ranaut) অভিনীত ছবিটি হলে দেখানোর সময়ে গোটা ব্রিটেনজুড়েই তাণ্ডব চালানোর পরিকল্পনা ছিল শিখদের। তার জেরেই বার্মিংহ্যাম, উলভারহ্যাম্পটন এবং ওয়েস্ট লন্ডনে বন্ধ রাখা হয় সিনেমার শো। উল্লেখ্য, ভারতজুড়ে মুক্তি পেলেও পাঞ্জাবের বেশ কিছু অংশে দেখানো হচ্ছে না এমার্জেন্সি। এর মধ্যে পাতিয়ালা, অমৃতসর, ভাটিন্ডার মতো শহর রয়েছে। যদিও এই বিষয়টি মোটেই ভালোভাবে নেননি কঙ্গনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রবিবার রাতে লন্ডনের হ্যারো ভ্যু হলে এমার্জেন্সি দেখানো হচ্ছিল। দর্শকদের অধিকাংশই ছিলেন প্রবাসী ভারতীয়।
  • ১০ মিনিটের মধ্যে হলে পুলিশ পৌঁছে যায়। দর্শকদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয় হলের বাইরে। কিন্তু তাণ্ডবকারীদের কাউকে গ্রেপ্তার করা হয়নি।
  • কঙ্গনা রানাউত অভিনীত ছবিটি হলে দেখানোর সময়ে গোটা ব্রিটেনজুড়েই তাণ্ডব চালানোর পরিকল্পনা ছিল শিখদের।
Advertisement