shono
Advertisement
KIFF 2025

'অরণ্যের দিনরাত্রি' থেকে 'অযান্ত্রিক', চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে নজরে কোন সিনেমাগুলি?

৮ নভেম্বর, শনিবার শহরের কোন প্রেক্ষাগৃহে, কী ছবি থাকছে? ঝটপট জেনে নিন।
Published By: Sandipta BhanjaPosted: 08:01 PM Nov 07, 2025Updated: 08:13 PM Nov 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলমান চিত্রের উৎসব। বাংলার মাটিতে গোটা বিশ্বের ছবি। সেই প্রেক্ষিতেই জমজমাট সিনেমার প্রাণকেন্দ্র নন্দন চত্বর। শুক্রবার ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রথম দিনে 'আনন্দমঠ', 'তিতাস একটি নদীর নাম', 'নধরের ভেলা' থেকে 'বড়বাবু'র মতো একগুচ্ছ বাংলা সিনেমার পাশাপাশি আন্তর্জাতিক এবং আঞ্চলিক ভাষার সিনেমা দেখতে ভিড় জমিয়েছিলেন সিনেপ্রেমীরা। দ্বিতীয় দিনের চমক হিসেবে কোন প্রেক্ষাগৃহে, কোন ছবিগুলো থাকছে? ঝটপট জেনে নিন।

Advertisement

'দ্য ওয়াইল্ড বাঞ্চ' ছবির দৃশ্য। (ছবি সংগৃহীত)

৮ নভেম্বর, শনিবার সকাল ৯টায় নন্দন ১-এ থাকছে বিদেশি ছবি 'দ্য ওয়াইল্ড বাঞ্চ'। এখানেই দুপুর ২টোয় দেখতে পারেন মরক্কোর সিনেমা 'আফ্রিকা ব্লাঙ্কা'। পঁচিশে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি আন্তর্জাতিকমহলে প্রশংসিত হয়েছে। সন্ধে সাতটায় নন্দন ১-এ দেখুন সত্যজিৎ রায় পরিচালিত 'অরণ্যের দিনরাত্রি'। অন্যদিকে নন্দন ২-তে সকাল ১১টায় থাকছে রাজ খোসলার 'বোম্বাই কা বাবু'। দুপুর দেড়টায় এখানেই রয়েছে আঞ্চলিক ভাষার সিনেমা 'কাংবো আলোতি'। সন্ধে ৬.৩০টায় নন্দন ২-তে পরিচালক বেদব্রত পাইনের 'দেজা ভ্যু'র স্পেশাল স্ক্রিনিং রয়েছে। নন্দন ৩-এ বিকেল ৫টায় দুটো তথ্যচিত্র দেখতে পারেন- 'দ্য এলিফ্যান্ট হেভেন' এবং 'হোয়ার ইজ মাই হোম'।

'অযান্ত্রিক' ছবিতে কালী বন্দ্যোপাধ্যায়। (ছবি সংগৃহীত)

শনিবার ফিল্মোৎসবের দ্বিতীয় দিনে শিশিরমঞ্চে বিকেল ৪টেয় থাকছে সিজার দাসের 'মুভিং ফোকাস' এবং অনুপ সিংয়ের 'একটি নদীর নাম'-এর স্পেশাল স্ক্রিনিং। এখানেই সন্ধে সাড়ে ৬টায় রয়েছে থাকছে বসন্ত ভেলুরির 'ওয়ান্স আপন আ টাইম ইন বেঙ্গালুরু চ্যাপ্টার: ডেনি'। রবীন্দ্র সদনে দুপুর দেড়টায় বিমল রায়ের 'দো বিঘা জমিন' রয়েছে। এখানেই সন্ধে সাড়ে ৬টায় দেখানো হবে 'হালুম'। নজরুল তীর্থে বেলা দেড়টায় থাকছে আর্জেন্টিনার সিনেমা লস রেনাসিডোস। আর সন্ধে ৬.৩০টায় 'ড্রাকুলা আ লাভ টেল'। নবীনায় রাত ৯টায় পোল্যান্ডের ছবি 'কস' রয়েছে।

স্বামী রুদ্রজিৎ রায়ের 'পিঞ্জর' ছবিতে মল্লিকা বন্দ্যোপাধ্যায়। (ছবি সংগৃহীত)

ঋত্বিক ঘটকের শতবর্ষ উপলক্ষে শনিবার সকাল ১১টায় রাধা স্টুডিওতে প্রদর্শিত হবে 'অযান্ত্রিক'। আর সন্ধে ৬.৩০টায় দেখানো হবে 'মেঘে ঢাকা তারা'। এখানেই বিকেল ৪টেয় বেঙ্গলি প্যানোরমা প্রদর্শিত হবে অমিতাভ চট্টোপাধ্যায়ের '8'। নজরুল তীর্থ ২-তে বিকেল ৫টায় দেখতে পারেন রুদ্রজিৎ রায়ের 'পিঞ্জর'।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঋত্বিক ঘটকের শতবর্ষ উপলক্ষে শনিবার সকাল ১১টায় রাধা স্টুডিওতে প্রদর্শিত হবে 'অযান্ত্রিক'।
  • সন্ধে ৬.৩০টায় নন্দন ২-তে পরিচালক বেদব্রত পাইনের 'দেজা ভ্যু'র স্পেশাল স্ক্রিনিং রয়েছে।
  • সন্ধে সাতটায় নন্দন ১-এ দেখুন সত্যজিৎ রায় পরিচালিত 'অরণ্যের দিনরাত্রি'।
Advertisement