shono
Advertisement

Breaking News

KIFF 2025

সিনেমার টানে হঠাৎ নন্দনে, 'প্রত্যেক বছর আরও বড় হবে ফিল্ম ফেস্টিভ্যাল', আশা মুখ্যমন্ত্রীর

সিনেমার পীঠস্থান নন্দন ঘুরে দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Published By: Sandipta BhanjaPosted: 06:24 PM Nov 11, 2025Updated: 07:11 PM Nov 11, 2025

শম্পালী মৌলিক: পয়লা দিন থেকেই সিনেপ্রেমীদের ভিড়ে জমজমাট সিনেমার পীঠস্থান নন্দন। মঙ্গলবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এদিন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আরও বিশেষ হয়ে ওঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে। বিকেল পাঁচটা নাগাদ আচমকাই নন্দনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। সিনেঅনুরাগীদের কাছে এ যেন পরমপ্রাপ্তি। কারণ ছবি দেখতে এসে মুখ্যমন্ত্রীর এহেন 'সারপ্রাইজ ভিজিট' তাঁদের কাছেও ছিল আশাতীত! এরপর নন্দন চত্বর ঘুরে দেখার পাশাপাশি সিনে উৎসবের কলাকুশলীদের সঙ্গেও দেখা করলেন তিনি।

Advertisement

মঙ্গলবার বিকেলে নন্দন-রবীন্দ্রসদন চত্বরে চলচ্চিত্র উৎসবে হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দনে পা রেখেই দোতলায় কনফারেন্স রুমে চলে যান তিনি। সেখানে পাঁচটা থেকে ছয়টা প্রায় ঘন্টাখানেক থাকেন। পাশাপাশি সংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন মুখ্যমন্ত্রী জানান, "এখানে আড্ডা মারতে এসেছিলাম। অন্য সময় সবাই সবার কাজে ব্যস্ত থাকে। তবে এই সময় নন্দন একেবারে মিলন মেলায় পরিণত হয়।" এদিন খোশমেজাজে নন্দনের ইতি-উতি ফিল্মি সাজসজ্জাও পরখ করে দেখলেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, "কাউকে না জানিয়ে চলে এসেছিলাম। কিছু পুরোনো দিনের আড্ডার অভিজ্ঞতা ভাগ করে। আমি সিনেমার অনুরাগী। ইন্দ্রনীলের কাছে শুনেছি কারা গান গাইবে। এইসব গান আমার মুখস্থ থাকে। সকালে উত্তরবঙ্গ থেকে এসেছি, এখন কিছু কাজ আছে, পারলে পরে আবার আসব। প্রত্যেক বছর ফেস্টিভ্যাল আরও বড় হবে।" যাওয়ার পথে এক খুদে দর্শককে আদরও করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।  'প্রিয় দিদি'কে এক ঝলক দেখার জন্য নন্দন প্রাঙ্গণে ভিড় জমে যায়। বেরনোর আগে সকলের উদ্দেশ্যে হাত নাড়েন তিনি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিকেল নাগাদ আচমকাই নন্দনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • নন্দন চত্বর ঘুরে দেখার পাশাপাশি কলাকুশলীদের সঙ্গেও দেখা করলেন তিনি।
Advertisement