shono
Advertisement
KIFF 2025

কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে বাজেয়াপ্ত ৩৫৭টি ভুয়ো কার্ড, শিকড়ের খোঁজে পুলিশ

চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষের আবেদন, অবৈধ কার্ডের সঙ্গে যুক্ত হবেন না।
Published By: Sandipta BhanjaPosted: 09:35 PM Nov 10, 2025Updated: 01:35 PM Nov 11, 2025

শম্পালী মৌলিক: সপ্তাহের প্রথম দিন, কাজের দিন, তবু নন্দন-রবীন্দ্রসদন চত্বরে উৎসাহে ভাটা পড়েনি। ৩১তম 'কিফ'-এ সোমবারও সিনেপ্রেমীরা ভিড় জমালেন। তবে উৎসবের জাঁকজমকের মাঝেই একটি অনভিপ্রেত ঘটনার খবর মিলল। ধরা পড়ল ৩৫৭টি ভুয়ো কার্ড। যার ফলে এদিন সাংবাদিক বৈঠক করেন নন্দনের অধিকর্তা শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায় এবং ফেস্টিভ্যালের কোঅর্ডিনেটর প্রদীপকুমার সরকার।

Advertisement

শর্মিষ্ঠা জানান, রোজ প্রচুর মানুষ আসছেন সিনেমা দেখতে, তাঁদের ইচ্ছাপূরণ করতে। তাঁদের উৎসাহ চোখে পড়ার মতো। এর মধ্যেই অনেক মানুষ জাল কার্ড নিয়ে ঢুকে পড়ছেন। যেখানে 'ফ্রি পাস' দেওয়ার ব্যবস্থা রয়েছে সেখানে কেন আবার কার্ড জাল হচ্ছে? এই বিষয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন। পুলিশকেও এই বিষয়ে জানানো হয়েছে। তাঁরা খতিয়ে দেখবেন এই বিষয়টা। ফেস্টিভ্যাল কর্তৃপক্ষের আবেদন, অবৈধ কার্ডের সঙ্গে যুক্ত হবেন না। মানুষের নিরাপত্তার কথা ভেবেই তাঁদের এই অনুরোধ। বাজেয়াপ্ত করা কার্ডের মধ্যে ভুয়ো প্রেস কার্ড, গেস্ট কার্ডও রয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সিনেমার ভবিষ্যৎ নিয়ে একটি আলোচনা চক্রে বিশিষ্টরা। নিজস্ব চিত্র

সোমবার দুপুরে কয়েকটি ছবির সাংবাদিক সম্মেলন হয়। তার মধ্যে রয়েছে সঞ্জয় ঘোষদস্তিদারের ‘যোজনগন্ধা : আ টারবিউলেন্ট ভয়েস’। বিকেল নাগাদ রাজা চন্দ তাঁর ‘হালুম’ ছবির অভিনেতা সত্যম ভট্টাচার্য, সুদীপ্তা চক্রবর্তী, সায়ন ঘোষ ও পারিজাত চৌধুরিকে নিয়ে বক্তব্য রাখেন। ছবিটি রয়েছে বেঙ্গলি প্যানোরামা বিভাগে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ‘বাঘু মান্নার বরাত’ গল্প নিয়ে এই ছবি। তাঁর সঙ্গে সংলাপ লিখেছেন ভাস্কর চৌধুরি। রাজার কথায়, প্রান্তিক মানুষের ভালোবাসার গল্প নিয়ে এই ছবি। পারিজাতকে এর আগে ‘ইন্দুবালা ভাতের হোটেল’- সিরিজে দেখা গিয়েছে। তাঁর শিকড় শ্রীরামপুরে। এই শহরকেই তিনি ধন্যবাদ দিলেন এই ছবিতে টিপিক‌্যাল গ্রামের মেয়ে ‘ময়না’র চরিত্রে অভিনয়ের জন্য। সুদীপ্তা রয়েছেন ছবির ‘লীলাময়ী’র চরিত্রে। তিনি জানালেন, কাজটি নিয়ে খুবই উত্তেজিত। এই গল্প নিয়ে এর আগে জনপ্রিয় নাটকও হয়েছে। সায়ন রয়েছে রিকশা চালকের ভূমিকায়। পিয়ানও রয়েছেন, তবে এদিন তিনি উপস্থিত ছিলেন না। এ ছাড়াও ছিল নানা অনুষ্ঠান। এর মধ্যে উল্লেখযোগ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সিনেমার ভবিষ্যৎ নিয়ে একটি আলোচনা চক্র। শিশিরমঞ্চে এই আলোচনায় অংশ নিলেন বেদব্রত পাইন, রবিরঞ্জন মৈত্র, পরমব্রত চট্টোপাধ্যায়, সানি জোসেফ ও অশোক বিশ্বনাথন। সঞ্চালনায় ছিলেন বিক্রমজিৎ রায়।

প্রসঙ্গত, একতারা মঞ্চে সন্ধেবেলা সিনে আড্ডা: গানে গানে সিনেমায় এদিনের বিষয় ছিল ‘বাংলা/ হিন্দি সিনেমায় ব্যবহৃত একই গানের সুর’। অংশগ্রহণ করেন বাবুল সুপ্রিয়, চন্দ্রিকা ভট্টাচার্য, বিবেক কুমার ও রূপঙ্কর বাগচী। সঞ্চালনায় অম্বরীশ ভট্টাচার্য। দর্শকাসনে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী ইন্দ্রনীল সেন, অভিনেত্রী-সাংসদ জুন মালিয়া এবং অভিনেত্রী গার্গী রায়চোধুরি। গানের আসর শুরু হতেই মানুষের উৎসাহ তুঙ্গে ওঠে। এদিন চলচ্চিত্র উৎসবে একতারামঞ্চে উঠে গান গাইলেন ইন্দ্রনীল। গলা মেলালেন রূপঙ্কর বাগচীর সঙ্গেও। সঙ্গে সঙ্গে দর্শক-শ্রোতার মধ্যে উচ্ছ্বাস সঞ্চারিত হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সপ্তাহের প্রথম দিন, কাজের দিন, তবু নন্দন-রবীন্দ্রসদন চত্বরে উৎসাহে ভাটা পড়েনি।
  • উৎসবের জাঁকজমকের মাঝেই একটি অনভিপ্রেত ঘটনার খবর মিলল। ধরা পড়ল ৩৫৭টি ভুয়ো কার্ড।
  • বাজেয়াপ্ত করা কার্ডের মধ্যে ভুয়ো প্রেস কার্ড, গেস্ট কার্ডও রয়েছে।
Advertisement