shono
Advertisement
Kiff 2025

শ্রীলঙ্কা থেকে ফ্রান্স, আর কোন কোন দেশের ছবি প্রদর্শিত হবে চলচ্চিত্র উৎসবের চতুর্থ দিনে?

সিনে উৎসবের চতুর্থ দিনে কোন প্রেক্ষাগৃহে কোন ছবি প্রদর্শিত হবে জেনে নিন।
Published By: Arani BhattacharyaPosted: 07:57 PM Nov 09, 2025Updated: 07:57 PM Nov 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'চলচিত্র মেলায় বিশ্ব', জমজমাটভাবে চলছে সিনেমার পীঠস্থান নন্দনে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। 'অরণ্যের দিনরাত্রি' থেকে 'অযান্ত্রিক' কিংবা বিভিন্ন ভাষার আন্তর্জাতিক ও আঞ্চলিক ছবি দেখতে ভিড় জমিয়েছেন সিনেপ্রেমীরা। সিনে উৎসবের চতুর্থ দিনে কোন প্রেক্ষাগৃহে কোন ছবি প্রদর্শিত হবে জেনে নিন।

Advertisement

১০ নভেম্বর, সকাল ৯টায় নন্দন ১-এ থাকছে বিদেশী ছবি 'লস রেনাসিডোস'। এখানেই বিকেল ৪.৩০টায় দেখতে পাবেন আমেরিকার ছবি 'লেট ফেম'। নন্দন ২-তে দুপুর ১.৩০টায় থাকছে ত্রিবেণী রায়ের ছবি 'ছোরা জাসতাই', বিকেল ৬.৩০টায় প্রদর্শিত হবে ফ্রান্সের ছবি 'প্রমিস লা সিয়েল'। নন্দন ৩-এ এদিন দুপুর ২টায় দেখানো হবে 'কুহাসে কা গীত'। বিকেল ৫টায় থাকছে 'সুকাল: পাপেট হিমসেলফ'। শিশির মঞ্চে এদিন দুপুর ১.৩০টায় প্রদর্শিত হবে 'বেলি অফ হোয়েল', সন্ধ্যা ৬.৩০টায় প্রদর্শিত হবে 'দ্য এলিফ্যান্ট হেভেন'। রবীন্দ্রসদনে সকাল ১১টায় দেখানো হবে 'মাই রেড কমরেড', দুপুর ১.৩০টায় দেখানো হবে 'প্যালেস্টাইন ৩৬'। নজরুল তীর্থ ১-এ দেখানো হবে ১০ নভেম্বর শ্রীলঙ্কার ছবি 'রিভারস্টোন'। দুপুর ১.৩০টায় প্রদর্শিত হবে 'জুইৎল্যান্ড'।

এদিন নবীনায় সকাল ৯টায় রয়েছে গুয়াতেমালার ছবি 'কর্ডিয়েলা ডে ফিউগো'। রাধা স্টুডিওতে ১.৩০টায় দেখানো হবে 'এ প্রেগনেন্ট উইডো'। বিকেল ৪টায় দেখানো হবে 'দ্য ক্রনিকলস অফ দ্য ফরগটেন জেনোসাইড- দ্য কিসিঙ্গার ডকট্রিন'। এসএসআর অজন্তা সিনেমা তে স্কাল ১১টায় দেখানো হবে 'হোয়াইট স্নো'। রবীন্দ্র অকাকুরা ভবনে বিকেল ৪টায় দেখানো হবে শ্যাম বেনেগালের ছবি 'ভূমিকা'। সন্ধ্যা ৬.৩০টায় দেখানো হবে 'লালকা'। নজরুল তীর্থ২-এ দেখানো হবে বিকেল ৫টায় সুমন মৈত্রের ছবি 'এ ২'। প্রাচী সিনেমায় দেখানো হবে সকাল ১০.৩০টায় 'আনমোল'।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১০ নভেম্বর, সকাল ৯টায় নন্দন ১-এ থাকছে বিদেশী ছবি 'লস রেনাসিডোস'।
  • এখানেই বিকেল ৪.৩০টায় দেখতে পাবেন আমেরিকার ছবি 'লেট ফেম'।
  • রবীন্দ্র অকাকুরা ভবনে বিকেল ৪টায় দেখানো হবে শ্যাম বেনেগালের ছবি 'ভূমিকা'।
Advertisement