সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসপ্তাহ ব্যাপী সিনে উৎসবের সমাপ্তি। বৃহস্পতিবার রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হল সমাপ্তি অনুষ্ঠান। গৌতম ঘোষ, শান্তনু মৈত্র, সৃজিত মুখোপাধ্যায়, হরনাথ চক্রবর্তী, অরিন্দম শীল, ইন্দ্রনীল সেন, মহুয়া মৈত্র এবং দেব-সহ বাংলা সিনেদুনিয়ার একাধিক শিল্পীর উপস্থিতিতে বিজেতাদের হাতে পুরস্কার তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জীবনকৃতী সম্মানে সম্মানিত করা হল পরিচালক গৌতম ঘোষকে। উল্লেখ্য, চলতিবছর ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারম্যানের দায়িত্বও সামলেছেন তিনি। অন্যদিকে 'বেঙ্গলি প্যানোরমা' বিভাগে সেরা ছবি হিসেবে পুরস্কৃত হল 'পড়়শি'। এছাড়াও দেশের বিভিন্ন আঞ্চলিক ভাষার সিনেমা থেকে বিদেশি ভাষার ছবিও পুরস্কৃত হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে। 'হীরালাল সেন সম্মান' হোক বা 'গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার', কে কোন পুরস্কার পেলেন? একনজরে দেখে নিন বিজয়ীদের তালিকা।
৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিজেতারা
জীবনকৃতী সম্মান- শ্রী গৌতম ঘোষ
গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার- তথ্যচিত্র
বিজয়ী যাপনের পটকথা (দ্য সাগা অফ গ্লোরিয়াস লাইফ: বিজয়লক্ষ্মী বর্মন)
গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার- শর্ট ফিল্ম
নাইংমা... থ্রু হার আইস
গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার- বেঙ্গলি প্যানোরমা
পড়শি
গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার- সেরা পরিচালক
ললিত রথনায়েক (রিভারস্টোন), শ্রীলঙ্কা
গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার (সেরা আন্তর্জাতিক ফিল্ম)
টু দ্য ওয়েস্ট ইন জাপটা, কিউবা
সেরা ভারতীয় ভাষার ছবি (স্পেশাল জুরি)
কাংবো আলোতি
হীরালাল সেন পুরস্কার (সেরা পরিচালক)
প্রদীপ কুরবাহ
হীরালাল সেন পুরস্কার (সেরা ফিল্ম)
ছোরা যাস্তাই (শেপ অফ মোমো)
NETPAC সেরা ছবি
ভিক্টোরিয়া
FIPRESCI সেরা আন্তর্জাতিক ছবি
টু দ্য ওয়েস্ট ইন জাপটা
স্পেশাল জুরি মেনশন - ভারতীয় তথ্যচিত্র
১) জিলিপিবালার বন্ধুরা
২) মাই লাস্ট ফেস: কুংবারা
স্পেশাল জুরি মেনশন- (ইনোভেশন ইন মুভিং ইমেজেস)
বিউটিফুল ইভিনিং, বিউটিফুল ডে
