সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ সালে মুক্তি পেয়েছিল কিরণ রাও পরিচালিত ছবি 'লাপাতা লেডিজ'। এই ছবির কথা কমবেশি সকলের মুখে মুখে ফিরেছে। এখনও তার ব্যাতিক্রম নয়। নববধূর বেশে নজর কেড়েছিলেন অভিনেত্রী নীতাংশি গোয়েল। সম্প্রতি এই ছবি ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ১৩টি পুরস্কার জিতেছে বিভিন্ন বিভাগে। এই ছবির জন্য এ এক বিরাট প্রাপ্তি। এমন সম্মানের পর সম্প্রতি এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে ছবি নিয়ে অকপট হলেন কিরণ। ধন্যবাদ জানালেন বিশেষ কারণে আমির খানকে।
এই ছবি অন্যধারার ছবি। আর পাঁচটা ছবির গল্প থেকে একেবারেই আলাদা। দেশের যে কোনও প্রান্তের মানুষ এই ছবির সঙ্গে নিজেকে ভীষণভাবে মেলাতে পারবে। কিরণ বলেন, "আমার পরিচালক জীবনে নেওয়া সবথেকে বড় সিদ্ধান্ত। একে সাহসী পদক্ষেপ বললেও ভুল হবে না। মূলত ছবি হিট করানোর জন্য আমরা বড় তারকাদের নিতেই ভরসা পাই। কিন্তু আমি ভেবেই নিয়েছিলাম যে আমি নবাগতদের নিয়ে কাজ করব। এবং এক্ষেত্রে আমি আমিরের পূর্ণ সমর্থন পেয়েছি। এটা একটা খুব বড় সিদ্ধান্ত ছিল আমাদের জন্য। চ্যালেঞ্জও ছিল নতুনদের উপর এতটা ভরসা রাখায়। এমন অনেক সিদ্ধান্তই আমরা নিয়েছি এই ছবির জন্য যা শুটিং স্পটে নেওয়া হয়েছে। পুরো সময়টা আমিরের সমর্থন পেয়েছি আমি।"
গত বছর সিনেমা হলে মুক্তি পেয়েছিল কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিজ’। ছবির অন্যতম প্রযোজক আমির খান। প্রায় পাঁচ কোটি টাকা বাজেটে তৈরি ছবির আয় পঁচিশ কোটি টাকার একটু বেশি। তবে সমালোচকমহলে তা সমাদৃত এবং পরবর্তীকালে OTT-তে বহু দর্শক ছবিটি দেখেছেন ও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। ছবিতে উগ্র পৌরুষের শিকল থেকে মুক্ত হয়ে নিজের শর্তে বাঁচার স্বপ্ন দেখেছিল জয়া। তাই তো পুষ্পা সেজে দীপকের পিছু পিছু হেঁটেছিল সে। ওদিকে দীপক হন্যে হয়ে খুঁজেছিল নিজের আদরের ফুল কুমারীকে। হারিয়ে যাওয়া স্ত্রীকে একবারের জন্যও চরিত্র নিয়ে প্রশ্ন করেনি সে। সাধারণ মানুষের এই অসাধারণ গল্পই ‘লাপাতা লেডিজ’-এ তুলে ধরা হয়েছে। পার্শ্ব চরিত্র রবি কিষেণও নজর কেড়েছিলেন।
