সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অন্তিম দিন। সিনেউৎসবের জন্য আবারও একবছরের অপেক্ষা। গত এক সপ্তাহে শহরজুড়ে সিনেমার সবথেকে বড় উৎসবে যোগ দিয়েছিলেন সিনেপ্রেমীরা। বাংলা ফিল্মের পীঠস্থান নন্দন-সহ কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে দেশি-বিদেশি ছবি দেখতে ভিড় জমিয়েছেন দর্শক। এবার চলচ্চিত্র উৎসবের শেষদিনে শহরের কোন প্রেক্ষাগৃহে কোন কোন ছবি প্রদর্শিত হচ্ছে জেনে নিন।
১৩ নভেম্বর, বৃহস্পতিবার নন্দন ১-এ সকাল ১১টায় রয়েছে 'ট্র্যাকার'। সকাল ১১.৩০-এ থাকছে ইটালির ক্লাসিক ছবি 'ওয়ান্স আপন আ টাইম ইন ওয়েস্ট'। দুপুর ২টোয় এখানেই দেখতে পারেন 'ঘোস্ট এলিফ্যান্ট'। সকাল ১১টায় নন্দন ২-এ দেখতে পারেন শ্রীলঙ্কার 'গেহেনু লামাই' ছবিটি। নন্দন ৩-এ দুপুর ২টোয় পরপর বেশ কয়েকটি প্রাসঙ্গিক তথ্যচিত্র রয়েছে। সেই তালিকায়- 'দোসর', 'হ্যাপি হোলি', 'ধ্যান', 'ইফ ইন গাজা'র মতো একগুচ্ছ তথ্যচিত্র রয়েছে।
শিশির মঞ্চে দুপুর দেড়টা. দেখতে পারেন জয়দীপ মুখোপাধ্যায়ের স্বল্প দৈর্ঘ্যের ছবি 'পেইন্টেড মেমোরিজ ক্যালকাটা কানেক্টস রাজ কাপুর'। এছাড়াও এখানেই বেলা ৪টেয় একগুচ্ছ ছোটছবি রয়েছে। যেমন- 'দরবারি ঝুমুর', 'আগুনপাখির গানের খোঁজে', 'অ্যাগেনস্ট দ্য টাইড'। সন্ধে ৬.৩০-এ দেখতে পারেন শালুক পাপড়ি ও শেষবেলা।
বৃহস্পতিবার নজরুল তীর্থে সকাল ১১টায় রয়েছে 'রিসারেকশন'। বেলা ৪টেয় এখানেই দেখতে পারেন আমেরিকার ছবি ব্লু মুন। নিউ এম্পায়ারে সকাল ১০.৩০টায় রয়েচে সৌদি আরবের 'হিজরা' ছবিটি। রাধা স্টুডিওতে সন্ধে সাড়ে ৬টায় দেখুন 'হালুম'। বিনোদিনী (স্টার) থিয়েটারে সকাল ১০টায় থাকছে 'হুইসপার অফ দ্য মাউন্টেন'। প্রাচীতে সকাল ১০.৩০ টায় দেখতে পারেন 'ধুন্ধ'।
