সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন মুলুকে থাকলেও দেশের আচার-রীতি ভোলেননি প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। তাঁর 'পরদেশীবাবু' নিক জোনাসও (Nick Jonas) বিগত কয়েক বছরে পুরোদস্তুর 'সংস্কারি জামাই' হয়ে উঠেছেন। তাঁদের লস অ্যাঞ্জেলসের বাড়িতে ঘটা করে লক্ষ্মীপুজো, শিবরাত্রি, দোলপূর্ণিমা থেকে শুরু করে মকরসংক্রান্তি সমস্ত উৎসব-অনুষ্ঠানই হয়। গতবছর সপরিবারে অযোধ্যার রামমন্দিরেও পুজো দিয়েছিলেন অভিনেত্রী। বিদেশের মাটিতে থাকলেও দেশের রীতি-নীতি সংস্কৃতি যে তিনি ভোলেননি, তা আরও একবার প্রমাণ করে দিলেন। সোমবার মহাকুম্ভে (Maha Kumbh 2025) শামিল হতে প্রয়াগরাজে ছুটে গিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। যাত্রাপথের ঝলক দেখিয়ে সেকথা জানালেন অভিনেত্রী।
১৩ জানুয়ারি শুরু হওয়া মহাকুম্ভ ইতিমধ্যেই জমে উঠেছে ভক্ত ও সন্তদের উপস্থিতিতে। বিদেশীরাও পূণ্যাস্নানের জন্য ভিড় জমাচ্ছেন প্রয়াগরাজে। এবার প্রিয়াঙ্কা চোপড়াও সেই ঐশ্বরিক অনুষ্ঠানে শামিল। সোমবার সাত সকালেই প্রয়াগরাজে যাওয়ার পথে রাস্তাঘাটের ভিডিও ক্যামেরাবন্দি করে ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন 'দেশি গার্ল'। ভিডিওর নেপথ্যে বাজছে মকরসংক্রান্তি স্পেশাল গান। অভিনেত্রীর শেয়ার করা সেই ভিডিও দেখেই অনুমান, ২০২৫ সালের মহাকুম্ভে যোগ দিতে চলেছেন প্রিয়াঙ্কা। দিন কয়েক আগেই ভারতে এসেছেন অভিনেত্রী। গুঞ্জন, এবার রাজামৌলির বিগা বাজেট সিনেমায় দেখা যাবে তাঁকে। প্রাথমিক পর্যায়ে সেই আলোচনা সারতেই হয়তো ভারতে পা রেখেছিলেন তিনি,আর এই শশব্যস্ত শিডিউলের মাঝেই ধর্ম-কর্ম করতে মহাকুম্ভে পৌঁছে গিয়েছেন দেশি গার্ল। তবে এবার আর তাঁর সফরসঙ্গী নিক জোনাস নন, বরং একাই দেশে এসেছেন প্রিয়াঙ্কা।
প্রসঙ্গত, ১৪৪ বছর পর এবারের মহাকুম্ভ। প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থলে ৪০ কোটি পুণ্যার্থীর জন্য গড়ে তোলা হয়েছে এক অস্থায়ী নগরী। ১৫ বর্গমাইল এলাকায় গড়ে তোলা সেই অস্থায়ী নগরীর আয়তন নিউইয়র্ক নগরের ম্যানহাটান বরো এলাকার দুই–তৃতীয়াংশ। ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে হিন্দু পুণ্যার্থীদের সবচেয়ে বড় সমাবেশ। দেশে কাজের সূত্রে এসে এবার প্রিয়াঙ্কাও ধার্মিক অনুষ্ঠানে শামিল। 'দেশি গার্ল' রীতিমতো তাঁর মার্কিন মুলুকের বন্ধুদের মধ্যেও ভারতীয় রীতি রেওয়াজ, আচার, সংস্কৃতি ছড়িয়ে দিয়েছেন। তাঁর বাড়িতে আয়োজিত প্রতিটা উৎসব-অনুষ্ঠানে সেখানকার বন্ধুদের আমন্ত্রণ জানান নিক-প্রিয়াঙ্কা। একাধিকবার সোশাল মিডিয়ায় সেই ঝলক দেখা গিয়েছে।
কোনওরকম শুভ কাজের আগে নিক জোনাসই নাকি পুজোর জন্য জোরাজুরি করেন। গৃহিণীর যত না বেশি পুজোতে মন, তার থেকেও নাকি বেশি নিয়ম মেনে পুজোপাঠ করেন নিক। এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা নিজেই জানিয়েছিলেন সেকথা। সন্তানের নামকরণও পুরোহিতকে দিয়েই করিয়েছেন নিক-প্রিয়াঙ্কা। শুধু তাই নয়, লক্ষ্মীপুজো, শিবরাত্রির পাশাপাশি মার্কিন মুলুকের বাড়িতে গণেশ চতুর্থীও পালন করেন ‘জোনাস দম্পতি’।