shono
Advertisement

Breaking News

Maharashtra Assembly Election 2024

নির্বাচনেও 'ভিলেন' এজাজ, ১০৩টি ভোট পেয়ে নোটার কাছেও হারলেন অভিনেতা

ইনস্টায় ফলোয়ার ৫৬ লাখ, এদিকে ব্যালটে টেনেটুনে সেঞ্চুরি! হাসির খোরাক এজাজ খান।
Published By: Sandipta BhanjaPosted: 04:49 PM Nov 23, 2024Updated: 06:59 PM Nov 23, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় কথায় বলেন, 'আমি এক নম্বর...!' কিন্তু ভোটে দাঁড়িয়ে নাকানি-চোবানি খাওয়ার জোগাড় হল এজাজ খানের (Ajaz Khan)। মাদককাণ্ডে জড়িয়ে ২ বছর জেলে ছিলেন। ২০২৩ সালেই ছাড়া পান। গুনে গুনে ৭০০ দিন হাজতবাসের পর ছাড়া পেয়েই নাম লেখান রাজনীতির ময়দানে। শুধু রাজনীতিতে যোগ দিয়েই থামেননি, নেতা হওয়ার লক্ষ্যে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে (Maharashtra Assembly Election 2024) আজাদ সমাজ পার্টির টিকিটে ভারসোভার সিট থেকে ভোটে লড়তে গিয়েছিলেন। কিন্তু রেজাল্ট হাতে ভগ্ন মনেই ফিরতে হল এজাজকে। গোহারা হেরেছেন অভিনেতা।

Advertisement

ইনস্টাগ্রামেও এজাজ খানের ফলোয়ার সংখ্যা ৫৬ লাখ। এদিকে ব্যালটে ভাঁড়ে মা ভবানী হাল! টেনেটুনে সেঞ্চুরি করেছেন মোটে। মাত্র ১০৩টি ভোট পেয়ে নোটা প্রার্থীর কাছেও হারলেন 'বিগ বস' খ্যাত অভিনেতা। এককথায়, মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে এজাজের সোশাল মিডিয়া জনপ্রিয়তাকে কাজে লাগাতে ব্যর্থ চন্দ্রশেখর আজাদের আজাদ সমাজ পার্টি (কাশী রাম)। ওই কেন্দ্রে এজাজকে হারিয়ে ৫৮ হাজারেরও বেশি ভোটে জিতলেন হারুন খান। এখানেই শেষ নয়! নোটার পারফরম্যান্সও অভিনেতার থেকে ভালো। এজাজ যেখানে মোটে একশোর গণ্ডি পেরিয়েছে, সেখানে নোটায় ভোট পড়েছে ১,০২২টি। ৫৬ লক্ষেরও বেশি ইনস্টাগ্রাম ফলোয়ার থাকা সত্ত্বেও সোশাল মিডিয়া তারকা কীভাবে মোটে ১০৩টি ভোট পেলেন? প্রশ্ন তুলে নেটপাড়ায় ট্রোল-মিমের বন্যা। 'জেল খাটা' অভিনেতাকে নিয়ে চলছে হাসি-ঠাট্টাও। কারও মন্তব্য, 'এজাজের নিজের পরিবারের লোকেরাও সম্ভবত ওকে ভোট দেননি।' আবার কেউ বলছেন, ''বিগ বস'-এ ভোট দিয়ে আপনাকে বাঁচালেও বিধানসভা নির্বাচনে ভোট দিয়ে জেতাতে পারেনি।' এককথায়, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে এজাজ খানের হার আপাতত নেটপাড়ায় চর্চায়।

প্রসঙ্গত, মাদককাণ্ডে ২০২১ সালের মার্চ মাসে ৮ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার হন এজাজ খান। মুম্বইয়ের বিমানবন্দর থেকেই তাঁকে আটক করেছিল এনসিবি। তারপরই জিজ্ঞাসাবাদে এজাজের উত্তরে অসংগতি পাওয়ায় গ্রেপ্তার করা হয় তাঁকে। মূলত হিন্দি ধারাবাহিক থেকেই জনপ্রিয়তায় আসেন। কয়েকটি হিন্দি সিনেমাতেও দেখা গিয়েছে তাঁকে। জানা যায়, মুম্বইয়ের আন্ধেরি এলাকায় তল্লাশি অভিযান চালান NCB আধিকারিকরা। বেশ কিছু নিষিদ্ধ মাদক উদ্ধার হয়। সেখান থেকেই এজাজের মাদক যোগের হদিশ পাওয়া যায় বলে খবর। ২০০৩ সাবে ‘পথ’ নামের সিনেমার মাধ্যমে অভিনয় জগতে সফর শুরু করেন এজাজ। কিন্তু কখনই মুম্বইয়ের গ্ল্যামার জগতে তেমন গুরুত্বপূর্ণ চরিত্র পাননি। ছোটখাটো ভিলেনের চরিত্র করেছেন হিন্দি ও তেলুগু সিনেমা। কয়েকটি হিন্দি ধারাবাহিকেও পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। সলমন খান (Salman Khan) ‘বিগ বস ৭’-এর প্রতিযোগী হিসেবে সবচেয়ে বেশি পরিচিত হন এজাজ। সেই অভিনেতাই ভোটের ময়দানে ভাগ্য নির্ধারণ করতে এসে গোহারা হারলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে আজাদ সমাজ পার্টির টিকিটে ভারসোভার সিট থেকে ভোটে লড়ে গোহারা হেরেছেন এজাজ খান।
  • ইনস্টায় ফলোয়ার ৫৬ লাখ, এদিকে ব্যালটে টেনেটুনে সেঞ্চুরি এজাজের!
  • মাদককাণ্ডে ২০২১ সালের মার্চ মাসে ৮ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার হন এজাজ খান।
Advertisement