সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অক্টোবর মাস থেকে জয় ভানুশালি, মাহি ভিজের ডিভোর্সের খবরে উত্তাল মায়ানগরীর টিনসেল টাউন। ১৪ বছরের সংসারে নাকি এবার যতিচিহ্ন টানতে চলেছেন তিন সন্তানের মা-বাবা! জয়-মাহির দাম্পত্যে ফাটল ধরার কারণ নিয়েও চর্চা অন্তহীন। এহেন ডিভোর্স গুঞ্জনের মাঝেই এবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মাহি ভিজ।
অভিনেত্রীর টিমের তরফে হাসপাতালে ভর্তি হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। জানা গিয়েছে, শারীরিকভাবে মারাত্মক দুর্বল হয়ে পড়েছেন মাহি। শুধু তাই নয়, প্রচণ্ড জ্বরও রয়েছে তাঁর। পরিস্থিতি বেগতিক দেখে তাই তড়িঘড়ি অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে ঘনিষ্ঠ সূত্রে খবর, ডিভোর্সের গুঞ্জন, দাম্পত্যে চিড় ধরার কারণ নিয়ে যেভাবে নানা তত্ত্ব চাউড় হচ্ছে বিনোদুনিয়া থেকে নেটদুনিয়ায়, তাতে মানসিকভাবে সাংঘাতিক আঘাত পেয়েছেন অভিনেত্রী। আর তারই ফলস্বরূপ অসুস্থ হয়ে পড়েছেন।
শুক্রবার মাহি ভিজের টিমের তরফে তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেলে হাসপাতাল থেকে একটি ছবি শেয়ার করা হয়েছে। সেখানেই দেখা গেল, হাসপাতালে শয্যাশায়ী অভিনেত্রী। জানানো হয়েছে, "ধুম জ্বর এবং শারীরিকভাবে মারাত্মক দুর্বল হয়ে পড়েছেন মাহি। এবং এইমাত্র তাঁকে হাসপাতালে ভর্তি করানো হল। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন। বেশ কিছু পরীক্ষা করানো হচ্ছে। এর বাইরে এখনই আর কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না।" তবে অনুরাগীরা যাতে উদ্বিগ্ন হয়ে ভুয়ো খবর না ছড়়ান, সেই জন্য আশ্বস্ত করে এও জানানো হয়েছে যে 'মাহির শারীরিক পরিস্থিতি আপাতত স্থিতিশীল।'
হিন্দি টেলিদুনিয়ার অন্যতম 'পাওয়ার কাপল' হওয়া সত্ত্বেও দেড় দশকের দাম্পত্যে কেন যতিচিহ্ন টানছেন জয়-মাহি? এহেন কৌতূহল সর্বত্র। সন্দেহের বশে পারস্পারিক বোঝাপড়ার অবনতি হওয়ার জেরেই নাকি তারকাদম্পতির সংসারে ভাঙন ধরেছে! জয়-মাহির ডিভোর্স নিয়ে এহেন নানা ত্বত্ত্ব যখন বলিপাড়া থেকে সোশাল পাড়ায় মাথা চাড়া দিয়েছে, তখন এমন আবহেই সদ্য নিজস্ব ইউটিউব চ্যানেলে ডিভোর্স নিয়ে সরাসরি মুখ খুলতে বাধ্য হন মাহি ভিজ। বিশেষ করে খোরপোশের গুঞ্জনের বিরুদ্ধে নিয়ে সরব হয়েছেন তিনি! মাহি সাফ জানিয়েছেন, "খোরপোশের বিষয়ে আমার মুখ থেকে কিছু না শুনলে কারও কথায় কান দেবেন না। কারণ আমার বিশ্বাস, আলাদা থাকলে নিজের খরচ নিজে চালানো উচিত। প্রত্যেক মহিলার অর্থনৈতিক স্বাধীনতা থাকা উচিত। সে বিবাহিত হোক কিংবা অবিবাহিত। তবে গৃহবধূদের ক্ষেত্রে বিষয়টা আলাদা। যাঁরা কোনওদিন বাইরে কাজ করার সুযোগ পাননি, তাঁরা খোরপোশ নিতে পারেন। কিন্তু কেউ নিজে আর্থিকভাবে স্বচ্ছ্বল হলে, তাঁর খোরপোশ নেওয়া অর্থহীন। কারণ যিনি পরিশ্রম করে অর্থ উপার্জন করে, টাকার অধিকার আদতে তাঁরই।" এমন আবহেই মাহি ভিজের হাসপাতালে ভর্তি হওয়ার খবর প্রকাশ্যে এল।
