সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বান্দ্রা এলাকায় একের পর এক বলিউড তারকার বাংলোয় হাংলা। দুষ্কৃতীদের এহেন দৌড়াত্ম্যে কাঠগড়ায় মুম্বই প্রশাসন। গতবছরই সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বিষ্ণোই গ্যাং গুলিবর্ষণ করে। এবার বছরের গোড়াতেই পতৌদিদের বান্দ্রার 'সৎগুরু শরণ' বাংলোয় ঢুকে খোদ সইফ আলি খানের উপর এলোপাথারি ছুরির কোপ দুষ্কৃতীর। বান্দ্রা কি একেবারেই নিরাপদ নয়? প্রশ্ন উঠেছে তারকামহলে। গর্জে উঠেছেন রবিনা ট্যান্ডন, ইমতিয়াজ আলি, করিশ্মা তান্না-সহ একাধিক তারকা। এদিকে ঘটনার জেরে বিটাউনেও আতঙ্কের ছায়া। দুই সন্তানকে নিয়ে তাই দিদি করিশ্মা কাপুরের (Karisma Kapoor) বাড়িতে রয়েছেন করিনা কাপুর।
বৃহস্পতিবার সইফ আলি খানের অস্ত্রোপচারের আগেই হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন করিনা কাপুর ( Kareena Kapoor)। 'আব্বা'কে দেখতে চলে আসেন সারা আলি খান এবং ইব্রাহিমও। হাসপাতালে দেখা যায় বোন-জামাই সোহা এবং কুণাল খেমুকে। ওদিকে 'জামাইবাবু'র উপর হামলার খবর পেয়ে এদিন সকালেই হাসপাতালে পৌঁছে যান রণবীর কাপুর এবং আলিয়া ভাটরা। করিশ্মাও সেখানেই ছিলেন বোনের পাশে। জানা গিয়েছে, অস্ত্রোপচারের পর দুই সন্তান জেহ এবং তৈমুরকে নিয়ে দিদি করিশ্মার লোখান্ডওয়ালার বাড়িতে চলে যান করিনা কাপুর। দুঃসময়ে বোনকে আগলে রেখেছেন করিশ্মা কাপুর। সেখানেই বেবোর সঙ্গে দেখা করার জন্য বলিউড তারকাদের ভিড়।
করণ জোহর, সঞ্জয় দত্ত, মালাইকা অরোরাকে দেখা যায় করিশ্মার বাড়িতে প্রবেশ করতে। করিনার প্রিয় বন্ধু অমৃতা অরোরা পৌঁছন স্বামী শাকিল লাদাককে নিয়ে। কাপুর পরিবারের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক সঞ্জয় দত্তের। সইফের উপর হামলার ঘটনায় বিচলিত তিনিও। উল্লেখ্য, বুধবার রাতেও দিদির সঙ্গেই পার্টি করছিলেন করিনা কাপুর। সেখান থেকে ফেরার পরই হামলার ঘটনা ঘটে।