shono
Advertisement
Mamata Banerjee Saif Ali Khan

'শাহরুখ-সলমনেরও প্রাণসংশয় রয়েছে', সইফের ঘটনায় উদ্বিগ্ন মমতা

উদ্বেগ প্রকাশ করে কী বললেন মুখ্যমন্ত্রী?
Published By: Sandipta BhanjaPosted: 08:42 PM Jan 16, 2025Updated: 08:42 PM Jan 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বান্দ্রা অঞ্চল এককথায় তারকাদের পাড়া। সলমন খান, শাহরুখ খান, সইফ আলি খানের পাশাপাশি একাধিক বলিউড তারকাদের বাস সেই এলাকায়। সেই কারণে গ্ল্যামারদুনিয়ায় বান্দ্রা 'ক্যুইন অফ সাবার্ব' (শহরতলির রানী) নামে পরিচিত। তারকাখচিত সেই অঞ্চলেই বারবার বলিউড তারকাদের উপর হামলার ঘটনা প্রকাশ্যে আসছে। হামলাকারীদের নিশানায় কখনও সলমন তো কখনও বা শাহরুখ। গতবছর এই পূর্ব বান্দ্রাতেই মুম্বইয়ের দাপুটে নেতা বাবা সিদ্দিকিকে গুলি করে খুন করা হয়। এবার সইফ আলি খানের উপর হামলার ঘটনা আরও বেশি করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল 'ঢিলে নিরাপত্তা'র বিষয়টি। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে সইফ আলি খান ইস্যুতে কথা বলতে গিয়েই শাহরুখ-সলমনকে নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Advertisement

মুম্বইয়ে সইফ আলি খানের উপর দুষ্কৃতী হামলার ঘটনায় এদিন সকালেই সোশাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেলায় নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও একবার সেই প্রসঙ্গ উত্থাপন হতেই বলিউডের খান সাম্রাজ্যের দুই সুপারস্টারকে নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "শাহরুখ খানেরও প্রাণের ঝুঁকি আছে। সলমন খানেরও তাই। সইফ আলি খান তো লিস্টে ছিলেন না। কিন্তু এমন দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেল।" গোটা পতৌদি পরিবারের সুরক্ষা নিশ্চিত করার দাবিও করেছেন মুখ্যমন্ত্রী। মমতার সংযোজন, "সইফের মা শর্মিলা ঠাকুরকে আমরা ভীষণ ভালোবাসি, শ্রদ্ধা করি। চাই দোষীরা শাস্তি পাক। কঠোর ব্যবস্থা নেওয়া হোক।"

গত নভেম্বর মাসে একইদিনে সকালে শাহরুখ খান (Shah Rukh Khan) এবং রাতে সলমন খানকে (Salman Khan) খুনের হুমকি দেওয়া হয়েছিল। শোনা গিয়েছিল, দুই খানের ২৪ ঘণ্টার গতিবিধির উপর নজর রেখেই নাকি প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তার পর থেকে শাহরুখ-সলমন দুজনেই লাইমলাইট থেকে দূরে থাকছেন। দুই খানের কেউই চলতি বছরে তাঁদের জন্মদিনে ‘বাদশাহী’ কিংবা ‘সুলতানি’ মেজাজে প্রাসাদোপম বাংলোর বারান্দায় এসে ভক্তদের উদ্দেশে হাত নাড়েননি। বরং মায়ানগরীর মায়া কাটিয়ে সলমন সপরিবারে চলে গিয়েছিলেন আম্বানিদের জামনগরের পাঁচাতারা বাড়িতে। বর্ষবরণের সময়ে শাহরুখও মুম্বইতে থাকেননি। গুজরাতে আম্বানিদের ভান্তারায় ছিলেন। সইফের ঘটনায় এদিকে বিটাউনের তারকাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। সেই আবহেই শাহরুখ-সলমনকে নিয়ে উদ্বেগ প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রী মমতার। শাহরুখ তাঁর কাছে ভ্রাতৃসম। বরাবরই সুসম্পর্ক কিং খানের সঙ্গে। স্বাভাবিকভাবেই তিনি যে উদ্বিগ্ন হবেন, তা বলাই বাহুল্য।

সইফের উপর হামলার ঘটনায় এদিন সকালে সোশাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, 'জনপ্রিয় অভিনেতা সইফ আলি খানের উপর হামলার খবর শুনে ভীষণ উদ্বিগ্ন। আমি ওঁর দ্রুত সুস্থতা কামনা করছি। আমার বিশ্বাস, আইন আইনের পথে হাঁটবে। যে বা যারা এই কাণ্ড ঘটিয়েছে, শাস্তি পাবে। এই কঠিন সময়ে শর্মিলাদি, করিনা কাপুর এবং ওঁদের গোটা পরিবারের জন্য প্রার্থনা করছি।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে সইফ আলি খান ইস্যুতে কথা বলতে গিয়েই শাহরুখ-সলমনকে নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  • শাহরুখ খানেরও প্রাণের ঝুঁকি আছে। সলমন খানেরও তাই: মমতা।
  • গোটা পতৌদি পরিবারের সুরক্ষা নিশ্চিত করার দাবিও করেছেন মুখ্যমন্ত্রী।
Advertisement