shono
Advertisement
Mimi Chakraborty

'জাতীয়স্তরেও ভালো রেজাল্ট করুক রক্তবীজ ২', পুরীতে পুজো দিলেন মিমি

পুরীর সমুদ্র সৈকত থেকে ছবি দিলেন মিমি।
Published By: Sandipta BhanjaPosted: 06:01 PM Oct 10, 2025Updated: 06:01 PM Oct 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তেইশ, চব্বিশের পুজোর বক্স অফিসের খেলা ঘুরিয়ে এবার ছাব্বিশ সালের পুজো রিলিজের ভিড়েও নিজস্ব মাইলস্টোন গড়েছে 'রক্তবীজ ২'! শুক্রবার বাংলার গণ্ডি পেরিয়ে জাতীয়স্তরে মুক্তি পেল নন্দিতা-শিবপ্রসাদ পরিচালিত এই সিনেমা। আর এদিনই পুরীতে গিয়ে পুজো দিলেন 'রক্তবীজ'-এর সংযুক্তা ওরফে মিমি চক্রবর্তী।

Advertisement

মিমি অবশ্য ব্যস্ত শিডিউলের মাঝে সময় পেলেই জগন্নাথভূমে ছুটে যান। পুজোআর্চাতেও বরাবরই মন অভিনেত্রীর। দিন কয়েক আগেই বাড়িতে নিজে হাতে লক্ষ্মীপুজোর আয়োজন করার ঝলক ভাগ করে নিয়েছিলেন। এবার জগন্নাথ দর্শন সেরে পুরীর সমুদ্র সৈকত থেকে ধরা দিলেন হাসিমুখে। বাংলার মতো জাতীয়স্তরেও যেন 'রক্তবীজ ২' ভালো রেজাল্ট করে, সেই মনোস্কামনাই হয়তো প্রভু জগন্নাথের কাছে অর্পণ করলেন অভিনেত্রী। পরনে সাদা সালোয়ার। রঙিন ফুলেল প্রিন্টের ওড়না ঢাকা মাথা। হাসিমুখে বন্ধুর সঙ্গে ছবি দিয়েছেন অভিনেত্রী।

প্রসঙ্গত, উইন্ডোজ-এর ‘রক্তবীজ’, ‘বহুরূপী’ও এর আগে জাতীয়স্তরে প্রশংসা কুড়িয়েছিল। এমনকী বিদেশের স্ক্রিনিংয়েও আন্তর্জাতিক দর্শকমহলে সাড়া ফেলেছিল ‘রক্তবীজ’। এবার সেপথে হেঁটেই গোটা দেশে মুক্তি পেল সিক্যুয়েল। ‘রক্তবীজ ২’-এর হাউসফুল শো নিয়ে সম্প্রতি অঙ্কুশ জানিয়েছেন, “মানুষের মনে ‘রক্তবীজ ২’ নিয়ে এত উত্তেজনা, কৌতূহল দেখে খুবই ভালো লাগছে। এবং অগ্রীম বুকিং খুলে যাওয়ায় বেশকিছু মানুষ ইতিমধ্যেই টিকিট কেটে ফেলেছে। খুবই আশাবাদী আমার। আরও যেটা ভালো লাগল সেটা হচ্ছে, বুক মাই শো খুলে দেখছিলাম, ষষ্ঠীর টিকিটও দর্শকরা এখন থেকেই কেটে ফেলছেন।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শুক্রবার বাংলার গণ্ডি পেরিয়ে জাতীয়স্তরে মুক্তি পেল নন্দিতা-শিবপ্রসাদ পরিচালিত এই সিনেমা।
  • এদিনই পুরীতে গিয়ে পুজো দিলেন 'রক্তবীজ'-এর সংযুক্তা ওরফে মিমি চক্রবর্তী।
Advertisement