shono
Advertisement

Breaking News

Mukesh Bhatt Alia Bhatt

'বিয়েতে নেমন্তন্ন দূর, রাহার মুখ পর্যন্ত দেখিনি', পারিবারিক দ্বন্দ্ব নিয়ে বিস্ফোরক আলিয়ার কাকা মুকেশ ভাট

কেন আলিয়ার সঙ্গে যোগাযোগ রাখেন না কাকা মুকেশ ভাট? জানালেন নিজেই।
Published By: Sandipta BhanjaPosted: 08:18 PM Nov 13, 2025Updated: 08:18 PM Nov 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময়ে ভাট ভ্রাতৃদ্বয়ের প্রযোজনা সংস্থা 'বিশেষ ফিল্মস'-এর দাপটে কাঁপত মুম্বই। 'রাজ', 'জিসম', 'মার্ডার' থেকে 'গ্যাংস্টার'-এর মতো একাধিক সুপারহিট সিনেমা তৈরি হয়েছে এই সংস্থার ব্যানারেই। তবে বছরখানেক আগে মহেশ-মুকেশ দুই ভাইয়ের মনোমালিন্যের জেরে একসময়কার দাপুটে 'বিশেষ ফিল্মস' এখন অস্তিত্ব সংকটে! যার প্রভাব পড়েছে তাঁদের পরিবারের অন্দরেও। সম্প্রতি এক সাক্ষাৎকরে পারিবারিক দ্বন্দ্ব নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন আলিয়া ভাটের কাকা মুকেশ ভাট।

Advertisement

মহেশ ভাটের ভাই মুকেশ ভাট। দু'জনেই বলিউডে প্রসিদ্ধ পরিচালক-প্রযোজক বলে পরিচিত। ২০২১ সালে পেশাগতভাবে আলাদা হয়ে যান দুই ভাই। যার জেরে পরিবারেও ফাটল ধরে। কানাঘুষো, প্রযোজনা সংস্থার অংশীদারিত্ব নিয়েই নাকি গোল বেঁধেছিল। সেসময় থেকেই লাইমলাইটের অন্তরালে থাকেন মুকেশ ভাট। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাট পরিবারের দ্বন্দ্ব নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। মুকেশ জানান, তাঁকে ভাইঝি আলিয়ার বিয়েতে পর্যন্ত আমন্ত্রণ জানানো হয়নি। যার জেরে বেজায় কষ্ট পেয়েছেন তিনি।

মুকেশের মন্তব্য, "যদি বলি, আলিয়ার বিয়েতে আমাকে আমন্ত্রণ না জানানোয় আমার কষ্ট হয়নি, তাহলে মিথ্যে বলা হবে। আমার খুব কষ্ট হয়েছিল সেদিন। কারণ আমি আলিয়াকে ভীষণ ভালোবাসি, শুধু ওকে কেন, শাহিনকেও ভীষণ ভালোবাসি। তাই আলিয়ার যেদিন বিয়ে হল ভেবেছিলাম, আমার মেয়েটার বিয়ে হচ্ছে। ভীষণ ইচ্ছেও ছিল যাওয়ার। কিন্তু আমাকে নেমন্তন্নই করা হয়নি।" এখানেই শেষ নয়!

আলিয়ার কাকা মুকেশ ভাটের সংযোজন, "আমি যখন জানতে পারি আলিয়া অন্তঃসত্ত্বা, পরে যখন ওর সন্তান হল, রাহাকে একঝলক দেখার জন্য মন ছুটে গিয়েছিল। কারণ আমি তো বাচ্চাদের খুব ভালোবাসি।" এরপরও কোনওদিন আলিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেননি? এপ্রসঙ্গে মুকেশ ভাট জানান, "আসলে আমি ওকে কোনওরকম দ্বিধাদ্বন্দ্বে ফেলতে চাইনি। ওর বাবার কীরকম প্রতিক্রিয়া হবে, সেটা যদি আলিয়ার খারাপ লাগে, তাই ওকে মেসেজও পাঠাইনি। শুধু মন থেকে আলিয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০২১ সালে পেশাগতভাবে আলাদা হয়ে যান মহেশ-মুকেশ দুই ভাই। যার জেরে পরিবারেও ফাটল ধরে।
  • মুকেশ জানান, তাঁকে ভাইঝি আলিয়ার বিয়েতে পর্যন্ত আমন্ত্রণ জানানো হয়নি।
  • যার জেরে বেজায় কষ্ট পেয়েছেন তিনি।
Advertisement