সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেতা সইফ আলি খানের উপর হামলাকারী কি বাংলাদেশি? মুম্বই পুলিশের দেওয়া তথ্যে উঠে আসছে চাঞ্চল্যকর তত্ত্ব। পুলিশ বলছে, ওই হামলাকারীর কাছে এমন কিছু তথ্য পাওয়া গিয়েছে যা ইঙ্গিত করে সে আসলে বাংলাদেশি।
রবিবার ভোরে মহারাষ্ট্রের থানে থেকে সইফ আলি খানের হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, থানের কাসারভাদালি এলাকায় হীরানন্দানি এস্টেটের কাছে একটি ঝোপের মধ্যে শুয়ে ছিল ওই অভিযুক্ত। পুলিশ জানিয়েছে হামলাকারীর কাছে ধারালো অস্ত্র এবং একটি তোয়ালে উদ্ধার হয়েছে। ধরা পড়ার পরও ভুল নাম বলে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, ওই হামলাকারী ভারতের নাগরিকত্ব প্রমাণ করার মতো কোনও নথি দেখাতে পারেনি। বরং তার কাছে এমন কিছু পাওয়া গিয়েছে যা ইঙ্গিত করে সে বাংলাদেশি।
মুম্বই পুলিশের ডিসিপি দীক্ষিত গেড়াম বলছেন, "প্রাথমিক তদন্ত যা ইঙ্গিত করছে তাতে ওই অভিযুক্ত বাংলাদেশি হতে পারে। ওর কাছে কোনও ভারতীয় নথি নেই। আমাদের সন্দেহ ও বাংলাদেশি। হামলাকারীর বিরুদ্ধে পাসপোর্ট আইনেও মামলা করা হচ্ছে।" মুম্বই পুলিশের ওই শীর্ষকর্তা জানাচ্ছেন, "অভিযুক্তের কাছ থেকে আমরা কিছু জিনিস উদ্ধার করেছি যা ইঙ্গিত করে ও বাংলাদেশি। বেআইনিভাবে ভারতে এসে ও বিজয় দাস নামে এখানে থাকতে শুরু করে। গত প্রায় মাস চারেক মুম্বইয়ে বাস করছে সে। একটি হাউসকিপিং এজেন্সিতে কাজ করত সে।"
মুম্বই পুলিশের সন্দেহে সত্যি হলে একাধিক প্রশ্ন উঠে যাবে। হামলাকারী বাংলাদেশি হলে কীভাবে সে ভারতে ঢুকল? কোন পথে মুম্বই পৌঁছল? সইফের উপর হামলা কি কোনও বৃহত্তর ষড়যন্ত্রের অংশ নাকি নেহাতই ডাকাতির ছক? এসব জানতে আপাতত ধৃতকে জেরা করছে পুলিশ।